শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির করা মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ রায় তাঁর জামিন মঞ্জুর করেন। জামিনের জন্য একাধিক শর্ত মানতে হবে কুন্তলকে। তবে সিবিআইয়ের দায়ের করা মামলায় ಌজামিন না পাওয়ায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না কুন্তল।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে নয়া সূত্রের খোঁজে CBI, তলব এক পুলিশ অফিসারকে, তদ♔ন্ত এবার কোন পথে?
পড়তে থাকুন - কসবা কাণ্ডের তদন্তে নয়া মোড়, সুশান꧒্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত এক খুনের আসামি!
২০২৩ সালের ২১ জানুয়ারি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ২টি ফ্ল্যাটে দিনভর তল্লাশির পর গ্রেফতার হয়েছিল কুন্তল। তাঁর ফ্ল্যাট থেকে দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করেছিল ইডি। অভিযোগ ছিল চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা ☂তুলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন কুন্তল। এভাবেই দিনে দিনে ফুলে ফেঁপে উঠেছিলেন তিনি। কুন্তল মোট ১৯ কোটি টাকা তুলেছিলেন বলে দাবি করেন তদন্তকারীরা। কুন্তলের নাম প্রথম শোনা গিয়েছিল শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডলের মুখে। তাঁর প্রতিষ্ঠানের পড়ুয়াদের কাছ থেকে টাকা তুলে তিনি কুন্তলকেই দিয়েছিলেন বলে দাবি করেন তাপসবাবু।
বুধবার সেই হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জামিন দিয়ে আদালত জানিয়েছে, কুন্তলকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। মোবাইল ফোনের নম্বর বদল করা চলবে না। তবে ইডির মামলায় জামিন পেলেও এখღ♏নও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পাননি কুন্তল। ফলে আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।
আরও পড়ুন - ‘হিন্দুরা সংখ্যায় কম হলে কী হতে পারে তার বেলডাঙা♏ তার প্রকৃষ্ঠ উদাহরণ’
জেলবন্দি থাকাকালীন কেন্দജ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করেছিল🎃েন কুন্তল। তবে আদালত বিষয়টিকে গুরুত্ব দেয়নি।