তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষে𓆏ক বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করতে গিয়ে টুইটে পতিতা শব্দ ব্যবহার করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবার এই শব্দ ব্যবহার নিয়ে সেলিমের কাছে আইনি নোটিস পাঠালেন অভিষেকের আইনজীবী। সেখানে লেখা হয়েছে, পোস্টে অভিষেক সম্পর্কে যে কথা বলা হয়েছে তার প্রমাণ হাজির করতে হবে। এর মাধ্🌳যমে অভিষেকের সম্মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিসে।
পতিতা শব্দ ব্যবহার করে ঘরে বাইরে সমালোচনার মুখে সেলিম। এমনকী বুধবার সকাল থেকে যৌনকর্মীরা তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন। এবার সন্ধ্যায় সেলিমকে আইনি নোটিস পাঠালেন অভিষেকের আইনজীবী। অনেকেরই বলছেন একেই বলে দুঃসময়। ক্ষমতার শীর্ষে যখন সিপ⭕িএম থাকত তখন নানা কথা বলেও পার পেয়ে যেত সিপিএম। কিন্তু এখন ক্ষমতার ধারেকাছেও নেই তারা। সেক্ষেত্রে এবার তিনি কীভাবে সামাল দেবেন সেটাই দেখার।
এদিকে আগেই তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের ভুল শুধরে নিয়েছি🐻লেন। কিন্তু তারপরেও বিতর্ক থামেনি। এবার একেবারে আইনি নোটিস। কিন্তু ঠিক কী লিখেছিলেন মহম্মদဣ সেলিম?
তিনি লিখ꧃েছিলেন, এমপি কাম মাফিয়া ডন কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত। তিনি নিউ ইয়র্ক সিটি থেকে সেলফি তুলে পাঠিয়েছেন। বিজেপির বসেরা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে। তিনি ১৫জন বিদেশি পতিতার অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তার অবৈধ সম্পদ জমা রাখার জন্য। লিখেছেন বাম নেতা মহম্মদ সেলিম। কিন্তু তার টুইটে পতিতা শব্দটিকে ঘিরেই যত আপত্তি।
তবে সিপিএমের এক নেত্রী আগেই জানিয়েছিলেন, পতিতা শব্দ ব্যবহার না করে যৌনকর্মী শব্দ ব্যবহার করাটাই ভালো। এরপর সেলিম ফেসবুকে এনিয়ে সংশোধনী এনেছিলেꦅন। কিন্তু তাতেও থাম🤡েনি বিতর্ক।
সেই সঙ্গে নোটিসে উল্লেখ করা হয়েছে অভিষেককে মাফিয়া ডন হিসাবে উল﷽্লেখ করেছেন সেলিম। এটা অপ꧃মানজনক।