সামনেই লোকসভা নির্বাচন। এখনও নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। আর এই আবহেই কমপক্ষে ৭ দফা ভোটের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগের নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে রাজনৈতিক সন্ত্রাসের🐓 অভিযোগে আজও সরব সুকান্ত। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সাত দফার লোকসভা নির্বাচনের দাবিতে সরব হলেন সুকান্ত মজুমদার। বাংলার জন্য সাত দফায় নির্বাচনের দাবি নির্বাচন কমিশনে গ♔িয়ে বিজেপি নেতাদের জানিয়ে আসা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবার পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেন।
এদিকে দলীয় একটি কর্মসূচিতে হাওড়ার পাঁচলায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি রাজ্যে সাত দফায় ভোটের দাবি করেন। তাঁর কথায়, ‘নির্বাচন কমিশনে আমাদের দলের প্রতিনিধিরা বাংলায় সাত দফায় ভোটের দাবি জানিয়েছে। সাত দফায় ভোট না হলে প্রহসন হবে। গতবার সাত দফায় ভোট হয়েছিল। আমরা বলেছি তার থেকে কম হবে না। এখানে সাত দফার বেশি দফায় ভোট হওয়া উচিত। প্রতি বুথে কমপক্ষে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকা দরকার। আর নির্বাচন কমিশন তো এখানে কাশ্মীরের থেকেও বেশি বাহিনী চেয়েছে।’ রাজ্যের আইনশৃঙ্খলা থেকে সন্ত্রাসের অ𒅌ভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও একাধিকবার নালিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে খবর।
༒অন্যদিকে বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেস বলছে, একশো দফা এবং যে কোনও পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে আসন্ন লোকসভা নির্বাচন হলেও বাংলা ফের প্রমাণ ক🌟রবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রয়েছে বাংলার মানুষের। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেনের বক্তব্য, ‘একুশ সালে হেরেও বিজেপির লজ্জা হয়নি। তারপরও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে যতগুলি উপনির্বাচন হয়েছে সব কটাতেই বিজেপির পরাজয় হয়েছে। ৯২০ কোম্পানি কেন, ৯ হাজার ২০ কোম্পানি বাহিনী নিয়ে এলেও ওদের কিছু হবে না। কারণ মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন।’ এই খোঁচার উত্তর দেয়নি বিজেপি।
আরও পড়ুন: বন্দিদের মুক্তির সহায়তায় পদক্ষেপ কেন্দ্রের, রাজ্য–কেন্দ্𝓀রশাসিত অঞ্চলগুলিকে বরাদ্দ ২০ কোটি টাকা
এছাড়া লোকসভা নির্বাচনে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তার উপর নির্বাচনের আগেই ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় বলে সূত্রের খবর। এই বেনজির সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সাত দফায় নির্বাচনের দা🍬বি তুলেছে।