সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশ থেকে একসঙ্গে ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট করার রাস্তা পরিষ্কার হয়ে যায়। বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা বের করেছে। এখন প্রশ্ন, সিপিএম কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে? সুতরাং প্রার্থী তালিকা সম্পূর্ণ প্রকাশ করে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহেই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু সংযুক্ত মোর্চা দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কংগ্রেস, আইএ🎃সএফ ও বামফ্রন্টের মধ্যে জোটে জট অব্যাহত। আজ, মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক থেকে ইঙ্গিতই মিলল, কংগ্রেসের জন্য আর অপেক্ষা করা যাবে না। তাই কংগ্রেসের সঙ্গে যা কিছু আলোচনা সেটা আজকের মধ্যে শেষ হোক। এটাই চাইছে বাকি শরিকরা।
এদিকে বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কংগ্রেস যদি মঙ্গলবারের মধ্যে জোট নিয়ে নিজেদের অবস্থান না জানায়, তাহলে রাজ্যে একাই লড়ার প্রস্তুতি নেবে বামেরা। রাজ্যে অতিরিক্ত আসনের যে দাবি আইএসএফ করছে, সেটাও আর মানা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই বলেছেন, ‘বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব সেটা আফটার ইলেকশন ভাবব।’ এই আবহে কংগ্রেস পড়েছে এখন বেজায় চাপে। তবে সিপিএম সূত্রে খবর, বাংলায় ৪২টির মধ্যে মোট ১৪টি আসন চেয়েছে আইএসএফ। ডায়মন্ডহারবার ছাড়াও তাতে রয়েছে শ্রীরামপুর, উলুবেড়িয়া, তমলুক🗹, ঘাটাল, যাদবপুর, মথুরাপুর, বসিরহাট, বারাসত, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, বালুরঘাট এবং বিষ্ণুপুর। এই আবদার মানা🎶 সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে বাম শরিকরা।
আরও পড়ুন: হাবড়া যাওয়ার পথে থামালেন কনভয়, মাতৃহারা কর্মীকে দেখে কাছে ডাকꦿলেন মমতা
অন্যদিকে কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হবে কি না সেই বিষয়ে জটিলতা থাকলেও বেশ কিছু আসনে নিজেদের প্রার্থীর নামের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তৈরি থাকতে চাইছে বাম নেতৃত্ব। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হলে বহরমপুর আসনে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীকে সমর্থন দেব♍ে বামেরা। মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী হতে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি ২০১৪ সালে রায়গঞ্জ থেকে নির্বাচনে জয়লাভ করেন এবং ২০১৯ সালে হেরে যান। হুগলি আসনে নেত্রী দীপ্সিতা ধর প্রার্থী হতে পারেন। যাদবপুর আসনের দায়িত্ব পেতে পারেন পোড়খাওয়া বাম নেতা সুজন চক্রবর্তী। তবে মীনাক্ষী মুখোপাধ্যায় টিকিট নাও পেতে পারেন 𒉰বলে সূত্রের খবর।