জল্পনা সত্যি করে ৭ দফাতেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। শনিবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে নির্ঘণ্ট প্রকাশ করেছেন তাতে পশ্চিমবঙ্গে ১৯ 🧸এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এক ন🅘জরে দেখে নিন কবে কোথায় হবে ভোটগ্রহণ
প্রথম দফা ১৯ এপ্রিল –
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার
দ্বিতীয় দফা ২৬ এপ্রিল
দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট
তৃতীয় দফা ৭ মে
মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
চতুর্থ দফা ১৩ মে
কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম
পঞ্চম দফা ২০ মে
শ্রীরামপুর, বারাকপুর𒁃, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগ🍎লি, আরামবাগ
ষষ্ঠ দফা ২৫ মে
পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া
কাঁথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর
সপ্তম দফা ১ জুন
কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, ♍বসিরহাট
পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও উত্তরꩲ প্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৪ জুন।