কয়লাপাচার কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে রক্ষাকবচের মেয়াদ বাড়াল দিল্লি হাইকোর্ট। মলয়বাবুর আবেদনের প্রেক্ষিতে ২৬ এপ্রিল পর্যন্ত💎 তাঁকে রক্ষাকবচ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে মলয়বাবুকে তলব বা তাঁর বিরুদ্ধে কোনও গুরুতর পদক্ষেপ করতে পারবে না ইডি।
কয়লাপাচারকাণ্ডের তদন্তে আসানসোলের বিধায়ক তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জেরা করতে একাধিকবার দিল্লি ডেকেছে ইডি। কিন্তু কোনও বারই হাজিরা দেননি মলয়বাবু। উলটে দিল্লি হাইকোর্টের দ্বা♒রস্থ হয়ে তিনি আবেদন করেন, তাঁকে যেন কলকাতায় জেরা করে ইডি।
বুধবার এই মামলার শুনানিতে মলয়বাবুর আইনজীবী বলেন, মলয়বাবু রাজ্যের মন্ত্রী। তাঁর বিবিধ কাজ থাকে। সেসব ফেলে তাঁর পক্ষে দিল্লিতে এসে ইডিকে সহযোগিতা করা সম্ভব নয়। তাঁকে কলকাতাতেই জেরা করুক ইডি। মলয়বাবুর আইনজীবীর সওয়াল শুনে, কীসের ভিত্তিতে তাঁকে 🤡দিল্লিতে তলব করা হয়েছে তা রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে বলেছেন বিচারপতি।
গত ২৯ মার্চ শেষবার মলয়বাবুকে দিল্লিতে তলব করে ইডি। সেদিনও হাজিরা দেননি তিনি। এর পর🎉 আদালতের দ্বারস্থ হলে তাঁকে ১২ এ⭕প্রিল পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি। সেই রক্ষাকবচের মেয়াদ আরও ১৪ দিন বাড়ল। মামলার পরবর্তী শুনানি ২৬ এপ্রিল।