দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘যত বেশি গালাগালি দেবেন, মনে রাখবেন,🎀 আমি তত বেশি করে জাগ্রত হব। আমায় আঘাত করলে আমি প্রত্যাঘাত করি।’
মহালয়া থেকেই কলকাতা ও শহরতলিতে পরপর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতল🥀ির একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন। তারইমধ্যে বিরোধী এবং কেন্দ্রের বিজেপির সরকারকে আক্রমণ শানাতে থাকেন। ত্রিধারা সম্মিলনীতে এসে ভার্চুয়ালি বিভিন্ন জেলার পুজো মণ্ডপের উদ্বোধনের পর বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন মমতা।
'কেন সিপিআইএমের বিরুদ্ধে পদক্ষেপ নয়?', জানালেন মমতা
মমতা বলেন, ‘আমি দেখছি, (বামেরা) বলছে যে সিপিআইএমের ৩৪ বছরে কোনও দুর্নীতি দেখাতে পেরেছে? একটাও দেখাতে পারেননি তো। আমি বললাম, দেখাবি কী করে, ওই যে বলেছিলাম না, বদলা নয়, বদল চাই। মানুষের♌ কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তাই ওই কঙ্কাল কাণ্ডের লোকগুলোকেও গ্রেফতার কর🐟িনি। তাই সিঙ্গুরে হত্যা করেছে, তাদেরও গ্রেফতার করতে পারিনি। নন্দীগ্রামে হত্যা করেছে, তাদেরও গ্রেফতার করতে পারিনি। একুশে জুলাইয়ের গুলি থেকে তাণ্ডব করে বেড়িয়েছে। তাদের মুখে আজ বড়-বড় কথা।’
আরও পড়ুন: 'ব্যস্ত মানুষ..', পার্থের নাকতলার পুজোয় উদ্বোℱধনে মুখ্যমন্ত্রী না আসায় আক্ষেপ
এমনিতে নিয়োগ দুর্নীতিতে মমতার সরকার 🤡জর্জরিত থাকার মধ্যেই একাধিক বাম আমলের বেনিয়ম নিয়ে মুখ খুলেছেন মমতা। দাবি করেছেন, বামেদের আমল লাগামছাড়া দুর্নীতি হয়েছে। একাধিকবার তাঁর নিশানায়ꦓ থেকেছেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। যিনি নিয়োগ দুর্নীতি, মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলায় রাজ্যের বিরুদ্ধে আদালতে সওয়াল করেছেন।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘জিজ্ঞাসা করুন, আপনার (বিকাশরঞ্জন) আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে (যে দুর্নীতি হয়েছিল), সেই ফাইলটা বের করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন🗹? আদৌ কি তারা বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন? না আমি দেখাব? শুধু বলেছিলাম, বদলা নয় বদল চাই। বদলা নয় বলে আমরা এগুলো করিনি।’
আরও পড়ুন: 'ভুল করাটা অধিকার, নেতাজি বলেছেন,' ছোট্🥀ট ভুলের কথা উল্লেখ করলেন মমতা
সেইসময় পালটা মমতাকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিকাশ। তিনি বলেছিলেন, 'আমি একটি প্রস্তাব দিচ্ছি। একটি তদন্ত কমিটি গঠন করা হোক। চেয়ারপার্সন হবেন মমতা। দু'সপ💜্তাহের পর তদন্ত করে এরকম জনসভায় জানান যে কী হয়েছে। আমি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াব। সেটা করতে না পারলে পাগলা গারদে চলে যান।'