এবার ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সির রং বদলকে কেন্দ্রের গেরুয়াকরণের চেষ্টা আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কলকাতারไ পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে ♓গিয়ে একথা বলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বিজ্ঞাপনসর্বস্ব বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
প্রতিবারের মতো এবারও পোস্তা বাজার ব্যবসায়ী সমিতির জগদ্ধাস্ত্রী প🦩ুজোর উদ্বোধন করেন মমতা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কাজ করি, আর ওরা বিজ্ঞাপন করে। বিজ্ঞাপনের টাকা যদি শ্রমিককে দিয়ে দিতেন তাহলে ১০০ দিনের কাজে টাকার জন্য শ্রমিকদের কাঁদতে হত না’।
এর পরই গেরুয়াকরণের অভিযোগে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘এখন তো সব গেরুয়া করে দিয়েছে। ভারতীয় খেলোয়াড়দের আমি ভালোবাসি। আমি চাই যে ভারতীয় দল বিশ্বকাপ জিতুক। তাদের প্র্যাকটিস ড্রেসও গেরুয়া করে দিয়েছে। ওরা তো লড়াই করে নীল জার্সি পরে। মেꦰট্রোর স্টেশন বানায়, পুরো গেরুয়া রংয়ের’।
এমনকী নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন তিনি। 🎃বলেন, ‘মায়াবতীকে ছাড়া কাউকে দেখিনি নিজের মূর্তি বসাতে। এখন ত♒ো কথায় কথায় ‘নমস্তে’র নামে হচ্ছে। এটা কখনও চলতে পারে না। দেশের নামে করো, আপত্তি নেই। কিন্তু এটা কী? দেখনদারিতে মাঝে মাঝে লাভ হয়। কিন্তু চিরদিন লাভ হতে পারে না’।
বলে রাখি, চলতি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটার🍰রা ✨কমলা রংয়ের জার্সি পরে প্র্যাকটিস করছেন। তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১১ সালে ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির রং পরিবর্তন করা হয়েছিল। সেবার লাল জার্সি পরে প্র্যাকটিস করে বিশ্বকাপ ঘরে এনেছিল ধোনি ব্রিগেড। সেই গৌরবোজ্জ্বল ক্ষণকে মনে করাতেই এবারও প্র্যাকটিস জার্সির রং পরিবর্তন বলে মনে করছেন অনেকে।