'বলেছিলাম বন্দুক ঠেকালেও যাব না, কিন্তু মমতা তো ট্রিগার টিপে দিলেন'- আজ থেকে ১৬ বছর আগে এরকমই একটা অক্টোবরে রতন টাটার সেই উক্তিটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে চিরকাল ‘অমর’ হয়ে থেকে গিয়েছে। আর ২০০৮ সালের ৩ অক্টোবর যে রতন টাটা সেই মন্তব্যটা করেছিলেন, তিনি বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি হাসপাত𝓡ালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সেদিনের ‘বিরোধী নেত্রী’ তথা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার প্রয়াণে আমি শোকস্তব্ধ। ভারতীয় শিল্পের ক্ষেত্রে একজন অগ্রণী নেতা ছিলেন। যিনি মানুষের জন্য নিজের জীবন নিবেদন করে দিয়েছিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগত এবং সমাজে অপূরণীয় ক্ষতি হল।'
‘ব্যাড এম’ নয়, ‘গুড এম’-কে বেছে নিয়েছিলেন রতন টাটা
আর তারপরই বারবার ঘুরে ফিরে আসছে ২০০৮ সালের ৩ অক্টোবরের সেই উক্তিটা। তৎকালীন বিরোধী নেত্রী মমতার লাগাতার আন্দোলনের (টানা ২৬ দিন অনশনও করেছিলেন মমতা) মুখে সিঙ্গুর থেকে🅷 ন্যানো কারখানা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে ঘোষণা করার সময় সেই মন্তব্যটা করেছিলেন রতন টাটা। কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে গুজরাটের সানন্দে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ন্যানো কারখানা। তখন আবার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। আর সেই পরিস্থিতিতে রতন টাটা বলেছিলেন যে ব্যাড ‘এম’-র পরিবর্তে তিনি বেছে নিলেন গুড ‘এম’-কে।
চিরকালের মতো স্তব্ধ হয়ে গেল হাসি
তারপর গঙ্গা দিয়ে অনেক জয় বয়ে গিয়েছে। সিঙ্গুর থেকে টাটার সরে যাওয়া নিয়ে অনেক রাজনৈতিক তরজা হয়েছে। ২০০৮ সালের ৩ অক্টোবরের দিনটা ‘ঐতিহাসিক’ ছিল নাকি ‘অভিশপ্ত’ ছিল, তা নিয়ে আজও তর্ক চলে। তারইমধ্যে ২০১২ সালের টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে ‘অবসর’ গ্রহণ করেছিলেন রতন টাটা। টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস পদে ছিলেন। গত কয়েক বছরে চেহারাটাও ভেঙে গিয়েছিඣল। অশক্ত শরীর হলেও মুখে সবসময় হাসি লেগে থাকত। কিন্তু বুধবার সন্ধ্যায় সেই হাসিটা চিরকালের মতো স্তব্ধ হয়ে গেল।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আজ সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ রাজ্যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রতন টাটার মরদেহ শায়িত থাকবে। সাধারণ মানুষ সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন। তারপর মুম্বইয়ের ওরলি এলাকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছ𓃲ে।
আরও পড়ুন: Ratℱan Tata Demise: এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটা💞র মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন