ইসলামে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্যের। একজনকেও ইমান দিতে পারলে জন্নতের পথ প্রশস্ত হবে। নিজের মন্ত্রিসভার অন্যতম বরিষ্ঠ সদস্য ফিরহাদ হাকিমের এই মন্তব্যের বিরোধিতা করলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আম্বানি পরিবারের সদস্যের বিয়েতে অংশগ্র✨হণ করতে গিয়ে ঠাকরেদের ব🧸াসভবন মাতুশ্রীতে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আমি এসব দেখিনি, শুনিনি।’ ফিরহাদের বক্তব্য শোনেননি বলে দাবি করলেও মমতা বলেন, ‘ও নিজের ওপিনিয়ন বলেছে।’
আরও পড়ুন - রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর জামিন, আꦫমানতকারীরা কি টাকা ফেরত পাবেন?
পড়তে থাকুন - এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল মমতার সরকার, ক🦋ারণটা কী?
শুক্রবার মুম্বইয়ে ঠাকরেদের বাসভবন মাতুশ্রীতে শিবসেনা (মশাল) নেতা উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠককে পারিবারিক বলে উল্লেখ করেন উদ্ধব। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদের বক্তব্য নিয়ꩵে প্রশ্নের মুখে ๊পড়েন মমতা।
মুম্বইয়ের এক মহিলা সাংবাদিক মমতাকে প্রশ্ন করেন,
- ইসলামে না জন্মানো দুর্ভাগ্যে💙র, ফিরহাদ হাকিমের♛ বক্তব্যে আপনার প্রতিক্রিয়া কী?
মমতা: আমি একটা কথা ব꧑লি? কে কী বলে🐻ছে না বলেছে, সেটা আমি জানি না।
- উনি রাজ্যের মন্ত্রী!
মমতা: তাকে কী যায় আসে? ও নিজের ওপিনিয়ন বলেছে।
- আপনি কি সমর্থন করেন?
মমতা: আমি এসব দেখিনি, শুনিনি। আপনি কোন চ্যানেল?
- রিপাবলিক টিভি।
মমতা: আমি একটা কথা বলি। এসব প্র🍰শ্ন আশা করি এখানে কღরবেন না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিয়োয় রাজ্যের অন্যতম বরিষ্ঠ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, ‘ইসলাম ধর্মাবলম্বীরা তেলাওয়াতের সাথে যদি তার মানেটা যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে। আমরা ইসলাম নিয়ে জন্মেছি, তার মানে আমাদের রসুল আমাদের জন্নতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনও অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জন্নতে পৌঁছে যাওয়া। আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা তেলওয়াত ও কোরান শরিফের মানে বুঝতে পারেন এবং একজনকেও যদি আম🐓ি ইমান দিতে পারি তাহলে আমাদের জন্নতের পথ একেবারে সুরচিত হয়ে যাবে।’
আরও পড়ুন - রাতে নৌ🌜কায় ঘুমিয়ে থাকা🀅র সময় ভয়ঙ্কর কাণ্ড, মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ
এর পরই ইসলাম ভিন্ন অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের বলে উল্লেখ করে ফিরহাদ বলেন, ‘আমরা নিজেরা মুসলিম। মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি আমাদের নমাজ আদব – কায়দা বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াত – এ – ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লা✨হ তালাকে 🧸খুশি করা হবে। এটা আমাদের ইসলামের রাস্তা।’