সন্ধ্যা নামতেই বাঙুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পেট্রোল পাম্পের পাশে বহুতলে আগুন লাগায় তা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন এসে পৌঁছেছে। আজ, রবিবার প্রথমে বহুতলের সামনের ল্যাম্পপোস্টে লাগানো ব্যানারে আগুন লাগে। সেখান থেকেই সামনের বহুতলে আগুন ছড়ไিয়ে পড়ে। রুদ্ধশ্বাস গতিতে আগুন নিয়ন্ত্র𒁏ণে আনার কাজ চলছে।
এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনি গোটা ব🌜িষয়টি সরেজমিনে খতিয়ে দেখছেন। কথা বলছেন এলাকাবাসীর সঙ্গে। তাছাড়া দমকলকেও নির্দেশ দিচ্ছেন কেমন করে আগুন নেভাতে হবে। আসলে এই এলাকায় আগুন লাগলে তা নেভাতে বেশ বেগ পেতে হয়। কারণ এই এলাকা বেশ ঘিঞ্জি। এখানে হঠাৎ আগুন লেগে যাওয়ায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। বাঙ্গুর–যশোর রোডের উপর অবস্থিত একটি বহুতলের নীচে থাকা এক দোকানে আগুন লাগে। প্রথমে দোকানের ব্যানারে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন দোকানের উপরের ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। তারপর গতি পায় আগুন।
এদিকে দমকল সূত্রে খবর, একটি ল্যাম্পপোস্ট প্রথমে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বহুতলে। তখন স্থানীয় কিছু মানুষ দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তা ভয়াবহ আকার নেয়। প্রাথমꦅিকভাবে মনে হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তাই অকুস্থলের প༺াশে পেট্রল পাম্প থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে দমকল। তবে আগুনের মাত্রা বেশি হওয়ায় সময়ও বেশি লাগছে। ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট বহুতলের বাসিন্দাদের বের করে আনা হয়েছে।