ফে💙র বৈঠক ডাকলেন মুখ্য়সচিব। স্বাস্থ্যভবনে দুপুর ১২টা নাগাদ এই বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন। মূলত পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হল রাজ্য প্রশাসন। চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে এখনও জুনিয়র চিকিৎসকরা তাঁদের অনশন চালিয়ে যাচ্ছেন। টানা অনশন চালাচ্ছেন তাঁরা। একের পর এক জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু তারপরেও তাঁদের মনোবল অটুট। এখনও জোর গলায় তাঁরা বলছেন একজন অসুস্থ হলে আরও দুজন এই অনশনে শামিল হবেন। দিনের পর দিন ধরে তাঁরা অনশনে। উদ্বিগ্ন রাজ্যবাসী। সেই পরিস্থিতিতে সোমবারই সমস্ত চি🌜কিৎসক সংগঠনকে নিয়ে বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
কালই বৈঠক। তবে শেষ পর্যন্ত সেই বৈঠকে সমাধানসূত্র কিছু ব🐻ের হয় কি না সেটাই দেখার। সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের ইমেল করেছেন মুখ্য়সচিব। তাঁদের দুজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ১৫ই অক্টোবরের জুনিয়র ডাক্তারদের দ্রোহ কার্নিভাল প্রত্যাহারের অনুরোধ করেওঅপর একটি মেল করা হয়েছে।
এদিকে মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি হবে। তার আগে সোমবারই ডাকা হল সমস্ত চিকি▨ৎসক সংগঠনকে।
ধর্মতলায় ৮দিন ধরে চলছে এই অনশন কর্মসূচি। তার মধ্যেই এই🐓 বৈঠকের ডাক। ১০ দফা দাবিতে এই অনশন কর্মসূচি। তবে এবার স্বাস্থ্যভবনের এই বৈঠকের পর কোনও সমাধানসূত্র বের হয় কি না সেটাই দেখার। তবে এবারই প্রথম এই ধরনের বৈঠক হচ্ছে না। এর আগে মুখ্য়মন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসবেন জুনিয়র ডাক্তাররা। সেক্ꦍষেত্রে এবারের বৈঠকে কতটা ইতিবাচক ফলাফল বের হয় সেদিকে তাকিয়ে আছে বিভিন্ন মহল।
তবে দশমীর রাতেও ধর্মতলায় উঠল স্লোগান, হোক হোক হোক কলরব। হোক হোক হোক প্রতিবাদ। উঠল স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। 🍎;
এবার জেনে নিন ১০ দফা দাবিগুলি ঠিক কী কী?
১) দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায়বিচা😼র সুনিশ্চিত করতে হবে।
২) স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় ♛স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে।
৩) অবিলম্বে রা꧒জ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকাল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস▨্থা চালু করতে হবে।
৪) প্রতিটি মেডিক𒊎াল কলেজ ও হাস🅠পাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে।
৫) অতি দ্রুত সব কটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদ♓ের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজনমাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নম্♋বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।
৬) হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও ম🃏হিলা পুলিশকর্মী নিয়োগ ক🐠রতে হবে।
৭) হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে🍬 হবে৷
৮) প্রতিটি মেডিকাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্য🐼স্তরেও এনকোয়ারি কমিটি তৈরী করতে হবে।
৯) অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকাল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে। সব কটি কলেজে আর ডি এ🦂 কে স্বীকৃতি দিতে হবে। কলেজ/হাসপাতাল পরিচালনার সব কটি কমিটিতে ছাত্রছাত্রꦕী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে।
১০) WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের🅠 অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্༒তপ্রক্রিয়া শুরু করতে হবে।