লোকল ট্রেন এবং দুরপাল্লার ট্রেনে টিকিট পরীক্ষক দেখেছেন। মেট্রো রেলে টিকিট পরীক্ষক দেখেছ♋েন? সম্ভবত দেখেননি। তবে এবার যাত্রীরা মেট্রো রেলেও দেখতে পাবেন টিকিট পরীক্ষক। কারণ তাঁরা বিনা টিকিটের যাত্রী ধরবেন। তাই এবার মেট্রোতেও উঠতে চলেছেন টিকিট পরীক্ষক। এমনকী উঠতে শুরু করে দিয়েছেন। আর তার জেরেই ধরা পড়ছেন কয়েকজন বিনা টিকিটের যাত্রী। আবার অনেকে ধরা পড়েছেন যাঁরা কম দূরত্বের ভাড়ার টোকেন কেটে বেশি দূরত্ব যাত্রা করছেন। এই প্রবণতা বেড়ে যাওয়ায় টিকিট পরীক্ষক রাখল মেট্রো রেল।
মেট্রো সূত্রে খবর, এই প্রবণতা বেশি দেখা যাবে দুর্গাপুজোর সময়। তখন সাধারণ যাত্রীদের ভিড় বাড়ে পাতালপথে। নিত্যযাত্রীরা স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করেন। তাই বাড়তি ঝামেলা পোহাতে হয় 𝓰না। কিন্তু সাধারণ যাত্রী যাঁরা টোকেন কেটে ওঠেন তাঁদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। এমনকী পুজো শপিংয়ের সময়ও এমন যাত্রী ধরা পড়েছেন। এবার আবার কলকাতায় ভিড় বাড়তে চলেছে। দল বেঁধে মানুষ বেরোবেন। আর তাঁদের মধ্যেই টিকিট ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে। এখনও পর্যন্ত মোট ২৬ জন কম ভাড়ার টোকেনে বেশি দূরত্ব যেতে গিয়ে ধরা পড়েছেন। বিনা টিকিটের যাত্রীও আছেন ধরা পড়ার মধ্যে। জরিমানা বাবদ এমন যাত্রীদের থেকে ৬ হাজার ৬৪৫ টাকা আয় করেছে মেট্রো কর্তৃপক্ষ। সামনেই উৎসবের মরসুমে বিনা টিকিটের যাত্রী ধরতে টিকিট পরীক্ষকরা স্টেশনে থাকবেন।
এদিকে টোকেন বা স্মার্ট কার্ড কিছুই নেই তেমন যাত্রীও ধরা পড়েছেন। এই প্রবণতা বাড়বে দুর্গাপুজোর সময়। এটা ধরে নিয়েই ধরপাকড় এখন থেকেই শুরু হয়েছে। অল্প দূরত্বের টোকেন কেটে বেশি দূরত্ব যাওয়ার প্রবণতা যাত্রীদের মধ্যে দেখা য🌳াচ্ছে। এটা আসলে মেট্♎রোর রাজস্ব ক্ষতি। এটা বুঝতে পেরেই টিকিট পরীক্ষক রাখা শুরু হয়েছে। আর দেদার ধরা পড়ছেন যাত্রীরা। দুর্গাপুজোর সময় এই ধরা পড়ার পরিমাণ বানবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত সিকিমে এখনও পর্❀যন্ত ৩৮ জন মৃত, নিখোঁজ🅺 বহু, দেহ ভেসে উঠছে
তারপর কী ঘটছে প্ল্যাটফর্মে? অনেক যাত্রী বলছেন, টোকেন তো কাউন্টার থেকে দিচ্ছে। আর কাউন্টার থেকে জানা যাচ্ছে, যাত্রীরা সঠিক ভাড়া দিয়েই স্টেশনের নাম বলে টোকেন নিচ্ছেন, কিন্তু যা💃চ্ছেন তার থেকে দূরে। এই চালাকি মেট্রো রেল দরে ফেলায় বিপদ বেড়েছে অনেকের। এই বিষয়ে মেট্রো আধিকারিকরা বলছেন, ভিড়ের সময়ে টোকেন ঠেকিয়ে বেরিয়ে যাচ্ছেন। আবার প্ল্যাটফর্মে প্রবেশের স্মার্ট গেট খোলার সময়ে একজন যাত্রীর গা ঘেঁষে অন্য যাত্রী বেরিয়ে আসছেন। এভাবেই ফাঁকি দেওয়া হয়েছে। এসব দেখতে পেয়ে যাত্রীদের আটকাতেই আসল রহস্য উন্মোচন হয়। তাই এবার কড়া পদক্ষেপ।