বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে এনডিএ। তবে ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করার পিছনে অন্য রাজনৈতিক কৌশল দেখছে সিপিএম। সিপিএম নেতা রবীন দেবের মতে, ‘ধনকড়কে উপরাষ্ট্রপতি✤ পদপ্রার্থী করে এক তিরে দুই বাঘ শিকার করলেন নরেন্দ্র মোদী।’
গ🧔তকাল জগদীপ ধনখড়ক🌄ে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করার পর রাজনৈতিক মহলে একাধিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রসঙ্গে মুখ খুলেছে বামেরাও𒅌। বামদের বড় শরিক সিপিআইএম ধনখড়কে উপরাষ্ট্রপতি করার পিছনে তৃণমূলের সঙ্গে বিজেপ🃏ির সমঝোতাই দেখছেন। এই প্রসঙ্গে সিপিআইএম নেতা রবীন দেব জানান, ‘ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক তীরে দুটি বাঘ শিকার করলেন। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা খুশি করলেন, অন্যদিকে ধনখড়েরও ডিমোশন নয়, প্রমোশন হল।’ একইসঙ্গে তিনি জানান, ‘যেদিন দার্জিলিঙে রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা হাজির ছিলেন, সেদিনই রাজ্যে একটা হইচই পড়ে গিয়েছিল। অনেকের মনে প্রশ্ন উঠছে, ওই বৈঠকের সঙ্গে কী পরবর্তীকালে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে?’
এখনও পর্যন্ত তৃণমূলের তরফে অবশ্য ধনখড়কে উপরাষ্ট্রপতি করা নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি পেশ করা হয়নি। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এই বিষয়ে তৃণমূল নেত্রী আগামী ২১ জুলাই বিকেল চারটের সময় বৈঠক ডেকেছেন। সেই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই কোনও মন্তব🌊্য করা হচ্ছে না।🍃’