রবিবার মাতৃদিবস উপলক⭕্ষে নিজের টুইটার হ্যান্ডেলে মায়েদের প্রতি শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটার শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। এই পুণ্যতিথিতে সব ম⭕া, আম্মা ও মাদারদের শুভেচ্ছা জানাই। মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতেই মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম ও মা ফ্লাইওভার তাঁদের নামে উৎসর্গ করা হয়েছে। আমাদের স্লোগানের শুরুও মা দিয়েই...&n꧋bsp;#মামাটিমানুষ। নিজের মায়ের মতোই বিশ্বের সব মায়েদের আমরা শ্রদ্ধা করি।’
এই বার্তার সঙ্গেই মায়েদের উন্নয়নে🌳 তাঁর সরকার কী কী পদক্ষেপ করেছে, তার তালিকা উদ্ধৃত করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার সরকারের উদ্যোগে মা ও শিশু হাব তৈরি হয়েছে, মাতৃ যান পরিষেবা চালু হয়েছে, মহিলাদের জন্য স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড চালু করে পরিবারের প্রধান হিসেবে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারি মহিলা কর্মচারীদের জন্য ৭৩১ দিনের 🌠মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।