সায়নী ঘোষ। অভিনেত্রী। যুব তৃণমূলের রাজ্য𝐆 সভানেত্রী। কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়াও পেয়েছিলেন তিনি। একবার গিয়েছিলেন ইডির ডাকে সাড়া দিতে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয় তাকে। সেই সায়নী দুর্♚গাপুজোর খুঁটি পুজোর ছবি শেয়ার করেছেন ফেসবুকে। আর তারপরেই একেবারে বান ডেকেছে কমেন্টের। অস্বস্তি চরমে।
গল্ফ গ্রিনের খুঁটি পুজোর ছবি ফেসবুকে শেয়ার করেছেন সায়নী। লিখেছেন, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি…নীচে লিখেছেন, পুজো ২০২৩ খুঁটি পুজো। গল্ফগ্রিন শারোদৎসব কমিটি। পᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাড়ার পুজো উইথ সাম সুইটেস্ট ওয়ান। সেখানে খুঁটি পুজোর একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।
এরপরই কমেন্টের বন্যা। এক নেটিজেন লিไখেছেন, 'খুঁটিপুজোগুলো করে নাও! পুজো দেখা তো আর হবে বলে মনে হয় না।' তার জবাব দিয়েছেন সায়নী।
সায়নী ঘোষ জবাবে লিখেছেন, 'আপনি আর আপনার পরিবারের সকলে যেন প্রত্যেক বছর দেখতে পান সেই প🦂্রার্থনা করি। আমার চিফ জাস্টিস মা নিজে। ভালো থাকবেন। '
অনেকের মতে তিনি মা বলতে মা দুর্গার কথা বলতে চেয়েছেন। তবে এই মন্তব্যের পরেও অবশ্য কটাক্ষ করতে ছাড়ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এখন খুঁটি পুজ꧒ো, তিহাড়ে দুর্গাপুজো। অপর একজন লিখেছেন, আমরা পাবলিকরাই এদের মাথায় তুলে নাচছি।এরা তো ট𝐆াকা চুরি করবেই।
অপর এক নেটিজেন প্রশ্ন করেছেন, প্রিয় দিদি তিহাড় জেলে দুর্গাপুজো হয়? একটু খোঁজ নেবেন তো!𒈔 আগামী শারদীয়ার꧃ প্রীতি শুভেচ্ছা না জানি পরে কি হয়! তাই বললাম। ভালো থেকো দিদি। জয় বাংলা।
অপর একজন লিখেছে🍰ন , মায়ের আগমনের আগেই অশুভ শক্তি নিপাত যাক।
একের পর এক নানা ধরনের মন্তব্য ভেসে আসছে সায়🔯নীয় ফেসবুক💟 পেজে।
সম্প্রতি ইডির ডাকে সাড়া দিয়েছিলেন সায়নী। দীর্ঘক্ষণ ধরে ইডির আধিকারিকরা তাকে জেরা করে। এদিকে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে সায়নীয় যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে। তা নিয়েই কেন্দ্রীয় এজেন্সির নজরে সায়নী। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে ফের কেন্দ্রীয় এজেন্সি ডাকলে সায়নী যাবেন বলে জানিয়েছেন। তার আগেই নানা জল্পনা ছড়িয়েছ💜ে।
তবে এর আগে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভে📖ন্দু অধিকারীর দাবি করেছিলেন, ভাইপোর সাগরেদ কুন্তল। এই ভদ্রমহিলাকে বিরাট ফ্ল্যাট দিয়েছে, গাড়ি দিয়েছে, চুরির উচ্ছিষ্টের ভাগ পেয়েছেন। ইডির শুধু ডাকলে হবে না। ইডিকে এদেরকে ভেতরে ঢোকাতে হবে। গাড়ি, ফꦉ্ল্যাট অকশন করে সরকারের খাতে জমা করাতে হবে।