কালীঘাট মন্দিরের কাছে স্কাই ওয়াক তৈরির ⛎কাজকে কেন্দ্র🍸 করে হকার উচ্ছেদ হতে পারে, এমন আশঙ্কায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন হকাররা। কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বুধবার এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, কোনও হকার উচ্ছেদ হবে না।
এদিন বেহালার শিরিটি শ্মশানের সম্প্রসারণের কাজ দেখতে এসেছিলেন কলকাতার মেয়র ফꦑিরহাদ হাকিম। তাঁর সঙ্গে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। এদিন সম্প্রসারণের কাজ দেখতে এসে হকার উচ্ছেদ প্রসঙ্গে মেয়র জানান, ‘যারা হকার ছিলেন, তাঁদের স্থানান্তরিত করা হচ্ছে। কোনও উচ্ছেদ হচ্ছে না। পাইলিংয়ের কাজ চলছে বলে ফুটপাতের হকারদের একটু সরতে বলা হয়েছে। এখানে অনেক পুরনো বাড়ি রয়েছে। তাই খুব সাবধানে কাজ করতে বলা হয়েছে। কার যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য সরিয়ে কাজ চলছে। তবে হকারদের উচ্ছেদ করার কোনও প্রশ্নই নেই।’
কিছুদিন আগে নববর্ষের সময়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাই ওয়াক তৈরির প্রসঙ্গ তুলেছিলেন। আগেই থেকেই অবশ্য কালীঘাটে স্কাই ওয়াক তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল রাজ্য সরকার। দক্ষিণেশ্বর মন্দিরের মতো কালীঘাটে♛ও যাতে স্কাই ওয়াক তৈরি হয়, সেটা অনেকদিন ধরেই চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিরিটি শ্মশানের কাজ দেখতে এসে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গও তোলেন মেয়র। তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই বলেছিলেন এই শ্মশানটি সম্প্রসারণের জন্য। শ্মশানে আরও দুটি ইলেকট্রিক চুল্লি, একটি জলাশয় ও একটি কাঠের চুল্লি তৈরি করা হবে।’