বারাসতে একাকী বৃদ্ধাকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ছিল, দুষ্কৃতীরা চুরি করতে গিয়ে দেখে ফেলায় ওই বৃদ্ধাকে তারা খুন করেছিল। কিন্তু, এই খুনের পিছনে আরও বড় কারণ রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই বৃদ্ধা এলাকায় মাদকাসক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই কারণে তাঁকে বাড়িতে ঢুকে হত্যা করে টাকা, গয়না চুরি ক🌠রে পালায় দুষ্কৃতীরা। যদিও ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা এই তথ্য জানতে পেরেছেন।
আরও পড়ুন: টাকা হাওতাতেই খুন, স্বরূপনগরে চাষের খেতে তরুণীর দেহ উদ্ধারে 𒉰গ্রেফতার অভিযুক্ত
সোমবার গভীর রাতে শর্মিষ্ঠা মুন্সি নামে ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ তাঁর শোওয়ার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। ঘরের দুটি আলমারি এবং সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। কয়েক লক্ষ টাকার জিনিস পত্র চুরি করেছিল দুষ্কৃতীরা। পরে তাদের একটি নেশামুক্তি কেন্দ্র থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের বারাসত আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, দুই অভিযুক্ত রাজু চক্রবর্তী ও রথীন পোদ্দার ওরফে বল্টু ও মানিক মাদকসেবন করত। দুইজনকে আগে ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল এবং সপ্তাহ দুয়েক আগে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরেই তারা ওই বৃদ্ধাকে খুন করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার এড়াতে এবং অপরাধ ধামাচাপ🍸া দেওয়ার জন্য তারা নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হয়েছিল।