শহরের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ভুয়ো কল সেন্টার। আর এই সমস্ত ভুয়ো কল সেন্টার থেকে কখনও মোবাইল ট⭕াওয়ার বসানোর নামে, আবার কখনও ব্যাঙ্ক অ্যাকা🌳উন্টে টাকা পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে প্রতারকরা। এবার অ্যান্টিভাইরাস সংস্থার নাম করে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠল। এই অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। সল্টলেক সেক্টর ফাইভে একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে এই ৮ জনকে গ্রেফতার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতকাল সূত্র মারফত খবর পেয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা বিভাগের সহযোগিতায় সেক্টর ফাইভ এলাকার মার্লিন ইনফিনিটি বিল্ডিংয়ের ৬০৭ নম্বর রুমে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকেই সুনীল কুমার শাহ সহ-৮ জনকে গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিꩵশ। জানা গিয়েছে, এই অফিসে আইটি এন্ড আইটিইএস সলিউশন নামের একটি ভুয়ো কল 𒀰সেন্টার চালানো হচ্ছিল। যার মাধ্যমে আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার নাগরিকদের ফোন করে নোরটন অ্যান্টিভাইরাস সংস্থার কর্মী পরিচয় দিত ধৃতরা এবংꦜ কোনও সময় নিজেদের আমাজন কাস্টমার সাপোর্ট পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিত।
আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ ধৃতদ✃ের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত বলে মনে করছে পুলিশ। এই চক্রের মূল পাণ্ডাদের খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।