কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ‘নমো নবমতদাতা সম্মেলন’এর সম্প্রচার বন্ধ করে দিল পুলিশ। বৃহস্পতিবার বিজেপির এই কর্মসূচিতে এসে এলইডি স෴্ক্রিনের প্লাগ খুলে দেন পুলিশ কর্মীরা। কলকাতার একাধিক জায়গা ও হুগলি থেকে এই ধরণের ঘটনার খবর পাওয়া গিয়েছে। পুলিশি বাধার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও পুলিশের দাবি অনুমতি না থাকায় কর্মসূচি বন্ধ করে দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দেশের নতুন ভোটারদের তাঁদের দায়িত্ব সম্পর্কে অবহিত করতে ‘নমো নবমতদাতা সম্মেলন’এর আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে জায়ান্ট স্ক্রিনে তা দে🍃খানোর ব্যবস্থা করেছিল ভারতীয়♚ জনতা যুব মোর্চা। কিন্তু এদিন কর্মসূচি শুরু হতেই শ্যামবাজারে এসে পৌঁছন পুলিশ আধিকারিকরা। কর্মসূচির অনুমতি নেই বলে জানিয়ে তা বন্ধ করতে বলেন। কিন্তু লাইভ স্ট্রিমিং বন্ধ করতে রাজি হননি বিজেপি নেতারা। এর পর পুলিশ আধিকারিকরাই জায়েন্ট স্ক্রিনের প্লাগ খুলে দেন।
পুলিশি বাধার মুখে পড়ে সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের নেতৃত্বে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। 🎃তমোঘ্নবাবু দাবি করেন, আদালতের ভর্ৎসনার হাত থেকে বাঁচতে এখন নতুন ফন্দি করেছে পুলিশ। বিজেপির কর্মসূচিতে প্রথমে অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে। আর শেষ মুহূর্তে প্রত্যাহার 🔯করে নেওয়া হচ্ছে সেই অনুমতি। যাতে আদালতে যাওয়ার সময় না থাকে।
এদিন প্রায় একই ঘটনা ঘটে চুঁচুড়াতেও। সেখানেও পুলিশ🍒ি বাধার মুখে বিক্ষোভ দেꦬখাতে থাকেন বিজেপি কর্মীরা।
বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়༒তায় ভয় পেয়ে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বিজেপির কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এভাবে কাজ হবে না।