আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তথജ্যপ্রমাণ লোপাটের অভিযোগে জেল খাটতে হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। নিয়ম মেনে তাঁকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। তার পর জয়নগর কাণ্ডে নিহত শিশুর ময়নাতদন্ত কারানোর দায় নিতে কি ভয় পাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা? জয়নগরে নিহত নাবালিকার বাবার দাবি নিয়ে গভীর রাতে পুলিশ আধিকারিকদের আদালতে দৌড়াদৌড়িতে উঠছে এই প্রশ্ন। শিশুকন্যার বাবার ২ দাবি পূরণের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কলকাতা পুলিশ। তার জেরে পুজোর মুখে রবিবারের ছুটিতে বসতে চলেছে হাইকোর্ট। রবিবারই এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মামলাটির শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে।
আরও পড়ুন - 'ছোট্👍ট বা𓄧চ্চাটাকে নরপিসাচগুলো কামড়ে কামড়ে খেয়েছে,এরাজ্যে সবাই মরে যাওয়াই ভালো'
পড়তে থাকুন - শহরের প্রাণকেন꧙𒈔্দ্রে চিকিৎসকদের মাথায় করে তক্তাপোষ টানতে বাধ্য করল কলকাতা পুলিশ
শনিবার বিকেলে জয়নগর থেকে কলকাতাক কাঁটাপুকুর মর্গে নাবালিকার মৃতদেহ নিয়ে আসে পুলিশ। এর পর মৃত শিশুকন্যার বাবা রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্তে আস্থা নেই তাঁর, ময়নাতদন্ত হোক কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। সেজন্য ম🌺ৃতদেহ সংরক্ষণ করা হোক।
নিহত শিশুর বাবার দাবি আইনসিদ্ধ কি না তা নিয়ে রাতেই নিম্ন আদালতের দ্বারস্থ হয় কলকাতা পুলিশ। কিন্তু নিম্ন আদালত সেই আবেদন শোননি। এর পর রাতেই কলকাতা হাইকোর🐈্টের দ্বারস্থ হন পুলিশ আধিকারিকরা। জানান, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন মৃত শিশুর বাবা। এক্ষেত্রে আদালতের নির্দেশ প্রয়োজন। আবেদন পেয়ে রবিবারই শুনানি করার নির্দেশ দেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডের পর 🍨বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের꧒ SPর মুখে
বলে রাখি, আরজি কর কাণ্ডে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একের পর এক তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। এমনকী FIRএ কারচুুপির অভিয♊োগ রয়েছে তাঁর বির𝄹ুদ্ধে। এই অভিযোগে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে CBI. বর্তমানে জেলে রয়েছেন তিনি।