দুর্গাপুজোর মধ্যেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। আবার শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়♛ে মৃত্যু হল এক ব্যক্তির। নিউটাউন এলাকায় এই ঘটনা ঘটায় শোরগোল পড়ে গিয়েছে। ওই ব্যক্তি সেখানে পপকর্ন বিক্রির জন্য স্টল দিয়েছিলেন। আর সেই স্টলে আলো লাগানোর জন্য হুকিং করছিলেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হ𓂃য়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঠিক কী ঘটেছে নিউটাউনে? স্থানীয় সূত্রে খবর, নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় পপকর্ন বিক্রি করার স্টল দেন এক ব্যক্তি। দুর্গাপুজোয় এই স্টল দিয়ে বাড়তি আয় করতে চেয়েছিলেন তিনি। শুরুটা ভালই হয়েছিল। কিন্তু মহাষ্টমীর রাতে শেষটা ভাল হল না। রাস্তার উপর পপকর্ন বিক্রি করছিলেন কৌশিক সরকার নামে ওই ব্যক্তি। ⭕এখানের হ🐎েলাবটতলার কাছে পুজোর সময় মানুষজনের ভিড় বেড়েছে। তাই ওই জায়গা বেছে নিয়েছিলেন তিনি। এখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
আর কী জানা যাচ্ছে? মহাঅষ্টমীর র🃏াতে সেখানে ওই পপকর্ন বিক্রেতা বিদ্যুৎবাহিত তার সংযোগ🌠 করতে গিয়েছিলেন। যাতে গুমটিতে আলো হয়। কিন্তু তখনই তারে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়েন ওই ব্যক্তি। তাঁকে তখন বাঁশ দিয়ে ধাক্কা মারলে তিনি পড়ে যান পাশের একটি খাবারের দোকানে। তারপর তাঁকে হাসপাতালে নꦐিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।