কলকাতা পুরসভার যে কাজ করার কথা তা করল রাজ্যের পূর্ত দফতর। এমনই তথ্য উঠে এসেছে। শহর কলকাতার রাজভবন, বিধানসভা ভবন এবং রেড রোড–সহ গুরুত্বপূর্ণ এলাকার রাস্তা ও ফুটপাতে যাতে কোনও আবর্জনা পড়ে না থাকে, তা নিয়ে উদ্যোগী হল রাজ্য পূর্ত দফতর। এমনকী সিদ্ধান্ত হয়েছে, ওই এলাকায় পড়ে থাকা বর্জ্য–আবর্জনা নিকটবর্তী ভ্যাটে গিয়ে ফেলতে হবে। তার জন্য কর্মীও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এখন প্রশ্ন উঠছে, কলকাতা পুরসভার জঞ্জাল বিভাগ এই কাজ করে থাকে। সেখানে রাজ্যের পূর্ত দফতর এই কাজ করতে যাচ্ছে কেন?সূত্রের খবর, কার্জন পার্কের পশ্চিম দিক, অকল্যান্ড রোড, সিএবি ক্লাব হাউস–সহ একাধিক জায়গা পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতে ময়দান এলাকা সেনাবাহিনীর অধীনে। সেনাবাহিনী নিজেদের মতো তা পরিষ্কারও করে থাকে। কিন্তু তার পরেও যে সমস্ত জায়গা পরিষ্কার রাখার দায়িত্ব রাজ্য সরকারের রয়েছে, সেগুলির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর রাজ্য সরকারের অধীনে বলেই পূর্ত দফতর উদ্যোগ নিয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের কথায়, ‘এমনটা হচ্ছে খবর পেয়েছি। তবে কেন হচ্ছে জানি না। কলকাতা পুরসভা তাহলে কী করবে? এটাও বুঝতে পারছি না।’জানা গিয়েছে, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্লাইভ রো–সহ একাধিক এলাকার ফুটপাত পরিষ্কারের পাশাপাশি ওই এলাকার নিকাশি নালায় জমে থাকা আবর্জনা সাফাইয়ের জন্য পৃথক বরাদ্দ করা হয়েছে। আর্থিক অনুমোদনও মিলে গিয়েছে পূর্ত দফতরের তরফে। ওই কাজের জন্য প্রায় ২১ লক্ষ ৩২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এতকিছুর পরও পুরসভার কাজ পূর্ত দফতর করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।