উৎসবের মরশুমে রাজ্যে বৃষ্টির ভ্রুকূটি। ২৫ ডিসেম্বর থেকে কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশপাশি, উর্ধ্বমুখী তাপমাত্রারও পারদ।গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তা একলাফে দু'ডিগ্রি বেড়েছে। যা স্বাভাবিক। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল কলকাতা, সল্টলেক-সহ বিস্তীর্ণ এলাকা।আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ঘন কুয়াশা থাকছে। আগামী ২৪ ঘণ্টাও ঘন কুয়াশা থাকবে। আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা কম হলেও রাতে উঠছে পারদ। আগামীদিন কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও বাড়বে। ফলে চলতি বছর জাঁকিয়ে শীতের পরিবর্তে বড়দিনে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনাই বেশি।শুধু তাই নয়, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে ভেস্তে যেতে পারে বড়দিনের আনন্দ।