বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে রাজভবন হচ্ছে 'জন রাজভবন'। শুক্রবার রাজভবনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জনতাকে স্বাগত জানাতে প্রস্তুত রাজভবন।শুক্রবার তার প্রস্তুতি শেষ পার্যয়ে। রাজভবনের প্রবেশ দ্বার লেখা হয়েছে 'শুভ নববর্ষ'। গেটের দু'পাশে টাঙানো হয়েছে বাংলার পটচিত্র। এছাড়া তালপাতার ঝালর দেওয়া হাত পাখা ও গামছাও ব্যবহার করা হয়েছে সাজানোর কাজে।শুক্রবার কী অনুষ্ঠানে থাকছে?রাজভবন থেকে বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টায় দরজা খুলবে। এর পর এনসিসি সদস্যদের শান্তি দৌঁড় ও সাইকেল র্যালির করবেন রাজ্যপাল। সকাল সাড়ে দশটায় 'হেরিটেজ ওয়াক'-এর সূচনা হবে। বিকাল পাঁচটা থেকে নাচ-গান-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে রাজভবনে।এ ছাড়া বাংলার সংস্কৃতি উদযাপনের লক্ষ্যে কলা ক্রান্তি মিশনেরও উদ্বোধন হবে। এর সঙ্গে রাজ্যপাল বোসের নিজস্ব ভাবনায় তৈরি ‘আনন্দ ধারা’ শীর্ষক অনুষ্ঠানও নববর্ষের দিন।প্রসঙ্গত, গত ২৯ মার্চ আমজনতার প্রবেশাধিকার দেওয়ার কথা ঘোষণা করে রাজভবন। রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যপাল বোস জানিয়েছিলেন, ঔপনিবেশিক মানসিকতার রীতি ভেঙে রাজভবনে সাধারণ মানুষের প্রবেশাধিকার দেওয়া হল। রাজভবনের নাম হল 'জন রাজভবন।' রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যার নাম হবে ‘হেরিটেজ ওয়াক’ নববর্ষের দিন থেকে এই ‘হেরিটেজ ওয়াক’-এর সূচনা হচ্ছে।