টানটান উত্তেজনার মধ্যেই রানিনগর ২ পঞ্চায়েཧত সমিতির স্থায়ী কমিটি গঠনে শেষ মুহূর্তে স্থগিতাদেশ দিল 𓆉কলকাতা হাইকোর্ট। সোমবার বেলা ১২টা নাগাদ স্থায়ী কমিটি গঠনে স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যে স্থায়ী কমিটি গঠন হয়ে গেলেও ২০ সেপ্টেম্বরের আগে তা কার্যকর হবে না বলে জানিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৪ সেপ্টেম্বর।
রানিনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন নিয়ে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কংগ্রেসি সদস্🐻যদের ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে বলে আদালতে অভিযোগ কღরে তারা। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির সভাপতিকে গ্রেফতার করে দলবদলের জন্য চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগ শুনে বিচারপতি সিনহা বোর্ড গঠনের ওপর স্থগিতাদেশ জারি করেন।
আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌ𒐪ধুরী। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে গোটা বাংলাকে গিলে খেতে চাইছেন তা থেকে একমাত্র বাঁচাতে পারে আদালত।’
বলে রাখি ২৭ আসনের রানিনগর ২ পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস ও বাম জোট পেয়েছে ১৪টি আসন। তৃণমূল পেয়েছে ১৩টি। 🐼শুক্রবার রানিনগরে কংগ্রেসের স্মারকলিপি কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। থানা ভাঙচুরের অভিযো💛গ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এর পর ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্য রয়েছেন রানিনগর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি। তাঁর গ্রেফতারির পরই রবিবার ৩ কংগ্রেসি সদস্য তৃণমূলে যোগদান করেন। রবিবার জেল হেফাজতে থাকাকালীন কুদ্দুস অভিযোগ করেন, ‘আমাকে তৃণমূলে যোগদানের জন্য চাপ দিচ্ছেন থানা বড়বাবু।’