আজ, রবিবার রথযাত্রায় মেতে উঠছে মানুষজন। সেটা নেটপাড়া থেকে শুরু করে শহরের রাজপথ পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় ‘শুভ রথযাত্রা’ বলে ছবি–সহ শুভেচ্ছার বন্যা বইছে। আর শহরে একাধিক রথ পথে নামবে বলে যানজটের আশঙ্কা করা হচ্ছে। রথযাত্রার প্রভাব পড়বে শহরের ট্রাফিকের উপর বলে মনে করা হচ্ছে। তবে যে রাস্তা গুলিতে সবথেকে বেশি যানজট হতে পারে তা নিয়ে তথ্য জানাল কলকাতা ট্রাফিক পুলিশ। আজ, রবিবার ছুটির দিনেই রথযাত্রা পড়েছে। ফলে রাস্তাঘাটের লোকজন অনেক বেশি বেরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপুল পরিমাণ মানুষ রথের দড়ি টানতে𓃲 পথে নামবেন।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রথযাত্রার সকালে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, অরবিন্দ সরণির উপর প্রভাব পড়বে। আবার দুপুরে অ্যালবার্ট রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রꦗোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইড ক্রসিং, চৌরঙ্গী রোড, জওহরলাল নেহরু রোড, আউটরাম ঘাট রোডে প্রভাব পড়তে পারে। এছাড়া সিজিআর রোড, রামনাথ পাল রোড, হেমচন্দ্র স্ট্রিট, মোহনচন্দ্র দত্ত রোড, মাইকেল দ♔ত্ত স্ট্রিট, ডিএইচ রোড, একবালপুর ক্রসিং, ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউ, ডিএল খান রোড, এলগিন রোডে রথ বেরনোর জন্য প্রভাব পড়তে পারে। তবে রথ পথে নামলে পিকনিক গার্ডেন রোড, ই এম বাইপাসেও প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: বিএসএফ অ্যাকাডেমি থেকে নিখোঁজ দুই মহিলা কনস্টেবল�🌠�, জড়িয়ে গেল বাংলার নাম
ইসকনের রথও আজ রাস্তায় নামবে। তার সঙ্গে উত্তর কলকাতার একাধিক ক্লাবের রথ পথে নামবে বলে খবর। তার জেরে বেলগাছিয়া ভিলা, মিল্ক কলোনি, দত্ত বাগান ক্রসিং, রাজা মণীন্দ্র রোড, পাইকপাড়া মোড়, ইন্দ্র বিশ্বাস রোড, বেলগাছিয়া র𒈔োড, আরজি কর রোড, রাজা দীনেন্দ্র স্ট্রিট, গৌরী বাড়ি ক্রসিং, অরবিন্দ সরণি, খান্না ক্রসিং, হাতিবাগান ক্রসিং, বিধান সরণির ট্রাফিকের উপর প্রভাব পড়তে পা🐈রে। আর বিকেল ৪টে নাগাদ বেহালা চৌরাস্তা, ডিএইচ রোড (উত্তর ও দক্ষিণ), সখের বাজার, শীলপাড়া, রথ বাড়ি মোড়, বোস পাড়া এলাকায় ট্রাফিকের উপর প্রভাব পড়বে।
এখানে একটা বিষয় হল, বড় রথ শুধু রাস🎃্তায় নেমেই থেমে থাকে না। একের পর এক রাস্তা ধরে শহরে ঘুরতে থাকে। সেই রথের সঙ্গে মানুষের ভিড় রাস্তায় বাড়তি যানজট তৈরি করবে বলে মনে করছে কলকাতা ট্রাফিক পুলিশ। তাই বিকেল সাড়ে ৫টা নাগাদ আরডি স্ট্🔯রিট, বিবেকানন্দ রোড, মানিকতলা ক্রসিং, এপিসি রোড, খান্না ক্রসিংয়ে ট্রাফিকের উপর চাপ থাকবে। শিবমন্দির থেকে রথ বেরিয়ে দক্ষিণ কলকাতায় ঘুরবে। তাই শহরের বুকে ট্রাফিকের উপর চাপ বাড়বে। তবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, রাজা দীনেন্দ্র স্ট্রিটেও রথের জন্য যান চলাচলে প্রভাব পড়বে।