রথযাত্রা আসছে। ওড়়িশার পুরীতে বিরাট ধুমধাম। তবে এক্ষেত্রে বা পিছিয়ে থাকবে কেন বাংলা? এবার দিঘাতেও জগন্নাথ ধাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ ধাম নিয়ে বিস্তারিত লিখেছেন এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে পুরীর মতোই এবার বাং🔯লার দিঘাতেও প্রতিষ্ঠিত হচ্ছে গর্বের অনুপ্রেরণার মন্দির চত্বর প্রভু জগন্নাথদেবের জন্য। ভগবান বলভদ্র ও শুভদ্রাকেও পুজো করা হবে এখানে। রথযাত্রাও পালিত হবে এখানে।
মমতা লিখেছেন, ‘কিছু আলোচনার পরে ঠিক হয়েছে যে আগামী বছর থেকেই দিঘাতে রথযাত্রা উৎসব পালিত হবে। এখনও পর্যন্ত কিছু কাজ বাকি থেকে গিয়েছে। আগামী বছরে ভগবানের রথের চাকা গড়ানোর আগে সেটা শেষ করতে হবে। দিঘাতে রথযাত্রা অত্যন্ত শ্রদ্ধাও পবিত্রতার সঙ্গে পালন করা হবে। সেখানে সকলের আমন্ত্রণ রইল। ভারতের জন্য একটা দিঘা এবার একটা পূূণ্য়ভূমি হতে চলেছে। জয় জগন্নাথ।’