🙈মহাকুম্ভে ভয়াবহ বিপর্যয়। সূত্রের খবর, কুম্ভমেলায় পদদলিত হয়ে মৃত্য়ু হয়েছে অন্তত ৩০জনের। এই বাংলারও বহু পূণ্যার্থী গিয়েছিলেন মহাকুম্ভে। তাঁদেরও অনেকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। তবে কুম্ভের এই অব্যবস্থাকে ইতিমধ্য়েই তীব্র কটাক্ষ করছেন বাংলার তৃণমূল নেতারা।
🌳বৃহস্পতিবার এনিয়ে মুখ খোলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এবার গঙ্গাসাগরের মেলা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। স্বাভাবিকভাবেই গঙ্গাসাগরের ব্যবস্থাপনার সঙ্গে কুম্ভের তুলনা করছেন তিনি।
ꦅকলকাতার বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দারের মৃত্যু হয়েছে কুম্ভ মেলায়। পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তিনি। এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু পরিবারে দাবি, বাসন্তী পোদ্দারের ডেথ সার্টিফিকেটটাই দেয়নি ওরা। এমনকী দেহ হস্তান্তরের যে নথি দিয়েছে সেটাও যথাযথ নয়।
সোমবার পরিবারের সঙ্গে মহাকুম্ভে🌠 গিয়েছিলেন বাসন্তী পোদ্দার। গোপাল অন্ত প্রাণ। বহু তীর্থস্থানে গিয়েছেন এর আগে। কিন্তু মহাকুম্ভে গিয়ে জীবনটাই চলে গেল। সূত্রের খবর, সঙ্গমের ঘাটের দিকে যাচ্ছিলেন তারা। পুলিশের লোকজন সেভাবে ছিল না। আচমকাই হাজার হাজার লোকজন আসতে শুরু করে। শুরু হয় ধাক্কাধাক্কি। চারদিকে দৌড়তে শুরু করেন লোকজন। তার মাঝে পড়ে যান বাসন্তী পোদ্দার। এদিকে দেহ নিয়ে যাওয়ার জন্য গাড়ি দেওয়া হয়েছে। কিন্তু দেহ হস্তান্তরের কোনও যথাযথ কাগজ দেওয়া হয়নি বলে পরিবারের দাবি।
মন্ত্রী অরূপ বিশ্বাস🎃 বলেন, একটা কাগজ দেওয়া হয়েছে। তাতে কারও সই নেই। এটা সরকারি প্রক্রিয়া নয়। যেখানে মৃত্য়ু হয় সেখান থেকে কাগজ দিতে হয়। ময়নাতদন্ত করতে হয় দেহ। ডেথ সার্টিফিকেট লাগে। কিছুই করেনি। যত তাড়াতাড়ি বিষয়টি লুকানো যায় সেই ব্যবস্থাই করছেন। তবে যার কেউ নেই তার মমতা বন্দ্যোপাধ্য়ায় আছেন। যা যা করণীয় আমরাই করব। কিন্তু ওখানকার পুলিশ প্রশাসনের পূণ্যার্থীদের প্রতি দেখভালের দায়িত্ব ছিল না। এখানে গঙ্গাসাগরে সাড়ে তিন কিমি নদী পার হতে হয়। ওখানে সড়ক পথ রয়েছে। কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়। ওরা পুরো ব্যর্থ। দাবি মন্ত্রীর।
পালটা পানিহাটি দইচিড়ের মেলার কথা তুলল বিজেপি।
💧বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, পোস্তায় যখন ব্রিজ ভেঙে পড়ল সেখানে যারা মারা গেলেন তাদের পরিবার কেমন আছে সেটা কি অরূপ বিশ্বাস খোঁজ নিয়েছেন? অরূপ বিশ্বাসের যে উত্তেজনা দেখলাম তা প্রশমনের জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। মৃতদেহ নিয়ে রাজনীতি করাটা ওদের কাজ। পানিহাটিতে চিড়ের মেলাতে একজন নেতার প্রবেশ করার পরে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন তার পরিবারের জন্য় এই সরকার কী করেছে?