আমেরিকার পূর্বতন ট্রাম্প প্রশাসনের অন্যতম আধিকারিক এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ডিরেক্টর পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী কাশ্যপ প্য়াটেল ওরফে কাশ প্যাটেল মার্কিন সেনেট জুডিসিয়ারি কমিটির সামনে নিজের 'কনফারমেশন ꩵহেয়ারিং'-এ যোগ দিলেন।
এই উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন কাশের বাবা, মা ও বোন। কাশ্যপ প্যাটেল তাঁদের সঙ্গে বাকিদের পরিচয় করিয়ে দেন। এবং তাঁকে এফবিআই-এর ডিরেক্টর পদে মনোনীত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্﷽ঞতা প্রকাশ করেন।
কাশ্যপ বলেন, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন তার নেপথ্য়ে স🎃বথেকে বড় ভূমিকা রয়েছে তাঁর পরিবারের। এই প্রসঙ্গে, তাঁর বাবা-মায়ের লড়াইয়ের কাহিনিও স্বল্প কথায় তুলে ধরেন কাশ প্যাটেল।
তবে, কাশ্যপ প্যাটেলের ওই বক্তব্যের মধ্য়ে যে দিকটি বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হল - তিনি এফবিআই-এর প্রতি আম মার্কিনিদের আস্থা ফেরানোর 🎃কথা বলেছেন। এবং জানিয়েছেন, কাজের সুযোগ হাতে এলে তিনি কড়া হাতে হিংসা ও অপরাধের মোকাবিলা করবেন।
কাশ্যপ মনে করেন, এফবিআই-এর উপর মানুষের আস্থা ফেরাতে হলে স্বচ্ছতা আনা দরকার এবং নিয়মিত 𝓰তদারকি থাকা দরকার। কারণ, তাঁর মনে হচ্ছে, আমেরিকার আম নাগরিকরা আর আগের মতো এফবিআই-এর উপর আস্থা রাখতে পারছেন না। যা নিয়ে কাশ প্য়াটেল উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, 'চেয়ারম্যান গ্রেসলি যেমনটা বললেন, আস্থা ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। মাত্র ৪০ শতাংশ মার্কিনি এফবিআই-এর উপর ভরসা করেন🌸।' কাশ প্য়াটেলের মতে, আমজনতার ভরসা ফিরে ♉পেতে অনেক কাজ করতে হবে।
তিনি জানান, তাঁর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল,✅ হিংসাত্মক অপরাধের মোকাবিলা করা এবং তিনি সেটা করবেন। এই বিষয়ে রীতিমতো তথ্য ও পরিসংখ্য়ান তুলে ধরেন কাশ প্য়াটেল।
তিনি বলেন, 'শুধুমাত্র ২০২৩ সালেই ১ লক্ষ ধর্ষণের ঘটনা ঘটেছে। ১ লক্ষ ড্রাগ ওভারডোজের ঘটনা ঘটেছে। এবং ১৭ হাজার খুনের ঘটনা ঘটেছে। যদি আমি এফবিআই-এর দায়িত্ব পাই, তাহলে আমার প্রধান লক্ষ্য হবে, আমাদꦚের 𝓰সম্পূর্ণ সমাজকে সুরক্ষিত রাখা। যাতে আমাদের সন্তানরা নির্ভয়ে পার্কে খেলা করতে পারে।'
এ꧃কইসঙ্গে, মার্কিন কংগ্রেসের সঙ্গে আরও বেশি করে সামঞ্জস্য রেখে কাজ করার বার্তা দিয়েছেন কাশ্যপ প্যাটেল ওরফে কাশ প্য়াটেল। তাঁর♔ প্রতিশ্রুতি হল, প্রয়োজনের সময় সব পক্ষকেই জরুরি তথ্য সরবরাহ করে সাহায্য করবেন তিনি।
এই বিষয়টি নিয়েও এফবিআই-কে কাঠগড়ায় তোলেন কাশ্যপ। তিনি বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক যে কংগ্রেসের সদস্যরা𓆏 শত শত প্রশ্ন জমা কর🔴েন। অথচ, অধিকাংশ সময়েই এফবিআই তার জবাব দেয় না। যদি আমি দায়িত্বে আসি, তাহলে এমনটা আর হবে না। যথাযথ সমস্ত প্রশ্নের পূর্ণ জবাব দেওয়া হবে।'