বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপ𒁏দেষ্টা নাহিদ ইღসলাম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ত্য়াগ করার সিদ্ধান্ত তিনি নেননি।
এদিকে একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল পদত্য়াগ করতে পারেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের উদ্যোগে ঘোষিত হতে যাওয়া দলে꧙🐬 যোগ দিতে পারেন তাঁরা। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানীর তথ্য ভবনে সাংবাদিকদের সামনে নাহিদ বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি🌟। কিন্তু পত্রিকায় আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা আসলে পরিষ্কার করা হয়নি। এই ধরনের কোনও সিদ্ধান্ত আসলে এখনও হয়নি। এই রকম যদি হয় সেটা আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে বলব। সেরকম কোনও সিদ্ধান্ত আমার বা আসিফের( উপদেষ্টা আসিফ মেহমুদ সজীব ভুঁইয়া) জায়গা থেকে হয়নি। খ🤪বর প্রথম আলোর প্রতিবেদন অনুসারে।
সেই প্রত🔯িবেদন অনুসারে জানা গিয়েছে তাঁকে প্রশ্ন করা হয়েছিল রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা রয়েছে কি না। জবাবে নাহিদ জানিয়েছেন, এখনও আমরা এটা ভাবিনি। আমরা তো সরকা♋রের কার্যক্রম করছি। …
কার্যত পদত্য়াগের কোনও সিদ্ধ🐓ান্ত হয়নি বলে জানিয়ে দিয়𒅌েছেন নাহিদ।
এদিকে এর আগে নানা ইস্যুতে মুখ ♒খুলেছিলেন নাহিদ।
এর আগে এক ভিডিয়ো বার্তায়🃏 নাহিদ বলেছিলেন, ‘বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে। কারণ বাংলাদেশে যে ফ্য়াসিস্ট সরকার ছিল সেই সরকারকে ভারত নিঃশর্তভাবে সমর্থন জানিয়ে এসেছে। গুম খুন করছে। ভোটচুরি করেছে। মানবাধিকার লঙ্ঘন করেছে। সর্বশেষ এই জুলাই উত্থানে গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে। শিশু হত্যা করেছে। কিন্তু তারপরেও ভারতের পক্ষ থেকে এই সব যে হত্যাকাণ্ড নিয়ে কোনও বক্তব্য নেই। বরং সেই হত্যাকারীর প্রধানকেই তাদের দেশে আশ্রয় দিয়েছে। মানুষের ভেতর ক্ষোভ থাকা স্বাভাবিক। তারপরেও আমরা সবাইকে আহ্বান জানাই, কোনও দেশ নিয়ে আমাদের জায়গা থেকে আমরা বিদ্বেষ ছড়াব না। কোনও রাষ্ট্রের পতাকাকে আমরা অবমাননা করব না। ভারতেরও উচিত এই ক্ষোভ দূরীকরণে তাদের নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করা, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে বক্তব্য না ছড়িয়ে বরং বাংলাদেশে যে নতুন করে পুনর্গঠন হচ্ছে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় বাংলাদেশ, সেই জায়গায় এগিয়ে আসা।’ বলেছিলেন নাহিদ ইসলাম।