আরজি কর কাণ্ডের আবহে দীর্ঘদিনধরে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। সম্প্রতি সেই কর্মবিরতি উঠে গিয়েছিল। তবে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের নিগ্রহের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ থেকে ফের কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। এই আবহে আজ সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারীরা। এই আবহে আন্দোলনকারী অনিকেত মাহতো স্পষ্ট বক্তব্য, সিবিআই আগে স্পষ্ট করুক যে এই অপরাধের ঘটনায় একজন জড়িত না একাধিক? পাশাপাশি এই অপরাধের কারণ সম্পর্কেও স্পষ্ট বার্তা চাওয়া হয়েছে সিবিআইয়ের থেকে। এই নিয়ে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহতোর বক্তব্য, যদি অপরাধের কারণ না জানতে পারি, তাহলে কীভাবে বুঝব যে বাকি জুনিয়র চিকিৎসকরাও ক্যাম্পাসে সুরক্ষিত। (আরও পড়ুন: ময়নাতদন্তের নথিতে সই ছিল জুনিয়র ডাক্তাꦅরদের, স্বীকার করে বিস্ফোরক কিঞ্জল)
আরও পড়ুন: কোন ১ღ০ দাবিতে এবার কর্মবিরতি? ৮ ঘণ্টা জিবি বৈঠক শেষে যা জানালেন জুনিয়র ডাক্তাররা
আরও পড়ুন: আরজি কর চিকিৎসক ধর্ষণ-খুন মꦇামলায় CBI আইনজীবীর 'কাজ' করে দিলেন বিচারকই!
আজ সাংবাদিক বৈঠকে অনিকেতের বক্তব্য, 'ঘটনায় এক জন গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তদন্তে টালবাহানার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসি। কিন্তু এই অপরাধের ঘটনায় প্রকৃত দোষী কারা? আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সেই অনুমান সত্য কি না, সেটা অন্তত স্পষ্ট করে জানাক সিবিআই! জানানো হোক, ঘটনার নেপথ্যে কী ‘মোটিভ’ ছিল? ৯ অগস্টের ঘটনায় দোষীদের যদি অবিলম্বে গ্রেফতার না করা হয়, ঘটনার ‘মোটিভ’ যদি প্রকাশ্যে না আসে, তবে আমরা কী ভাবে হাসপাতাল-প্রাঙ্গণে সুরক্ষিত বোধ করব?' (আরও পড়ুন: আরজি কর আবহে꧟ এবার FIR তৃণমূল বিধায়কের নামে, বিতর্ককে লঘু করার চেষ্টা কুণ𝓀ালের)
আরও পড়ুন: হাসপাতালে চি𝔉কিৎসকদের নিরাপত্তা ইস্যুতে সুপ্রি♋ম প্রশ্নবাণ, মুখ খুললেন মুখ্যসচিব
আরও পড়ুন: পুজো তো চলে এল, আরজি করের তদন্ত কি এ🐬গোচ্ছে? CBI-তে ভরসা আছে নির্যাতিতার বাবার?
ফের রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন জুনিয়র ডাক্তাররা। গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পর টানা ৮ꦬ ঘণ্টার দীর্ঘ জেনারেল বডি বৈঠ বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এরপর চিকিৎসকদের তরফ থেকে মোট দশ দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে পুজোর আগে সরকারের ওপর ফের নতুন করে চাপ সৃষ্টি হল। উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের নিগ্রহের ঘটনার জেরে পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে ইতিমধ্যেই কর্মবিরতি চলছিল। এরই মাঝে গতকাল আবার সুপ্রিম কোর্ট কাজে ফেরার বার্তাꦗই দিয়েছিল জুনিয়র ডাক্তারদের। তবে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে রাজ্য জুড়ে নতুন করে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।