হাতে আর পাঁচদিন। গোটা রাজ্য মেতে উঠবে বড়দিনের উৎসবে। কিন্তু তার আগেই রাতের কলকাতায় একের পর এক পথ দুর্ঘটনা ঘটে গেল। আর এই পথ দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এত উদ্যোগ নেওয়া সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না পথ দুর্ঘটনা। শহরের বুকে বড়দিন নিয়ে যে উৎসব শুরু হতে চলেছে। শুধু ২৫ ডিসেম্বরই বিশাল পুলিশ বাহিনীকে নামানো হবে শহরে। এই নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে ২০২৪ সালের ২ জানুয়ারি♊ পর্যন্ত। কিন্তু তার আগেই ঘটে গেল পর পর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু।
এদিকে একরাতে পথ দুর্ঘটনায় তিলোত্তমা কলকাতায় এক তরুণী–সহ পাঁচজনের মৃত্য𝕴ু হয়েছে। তবে একটি ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়নি। পৃথক পৃথক পথ দুর্ঘটনায় মর𒁃্মান্তিক মৃত্যু হয়েছে। মহানগরীর চারটি পৃথক থানা এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই পাঁচজনের। আজ, বুধবার ভোররাতে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট যাওয়ার সময় একটি মোটরবাইক ধাক্কা মারে ডিভাইডারে। মোটরবাইকে চালক ছাড়াও সেখানে দু’জন সওয়ারি ছিল। এই পথ দুর্ঘটনায় এক তরুণী–সহ দু’জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই বলে সূত্রের খবর। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে।
অন্যদিকে একই বুধবার ভোররাতে আরও একটি মর্মান🐬্তিক পথ দুর্ঘ⛄টনা ঘটে গড়ফা থানা এলাকায়। এখানে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গড়ফা থানা এলাকার কালীতলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ির দরজা খোলা ছিল। তখন পিছন থেকে আসা একটি মোটরবাইক সজোরে এসে তাতে ধাক্কা মারে। তারপর ছিটকে পড়ে যুবক রাস্তায়। আশঙ্কাজনক অবস্থায় মোটরবাইক আরোহীকে প্রথমে যাদবপুর কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে অবস্থার অবনতি হলে এমআর বাঙুরে আনা হয়। কিন্তু অবশেষে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা। মৃত যুবকের নাম বিশাল সর্দার।
আরও পড়ুন: ডিগ্রি পেতে কিছু স্যাক্রিফাইস করতে হয়, মহিলা গবেষকের শ্লীলতাহানি করলেন অধ্য𒐪াপক
আর কী জানা যাচ্ছে? প্রত্যেকটি পথ দুর্ঘটনাতেই মহানগরীর রাস্তা লাল হয়েছে রক্তে। এবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে পশ্চিম বন্দর থানা এলাকায়। সেখানে তীব্র গতিতে থাকা একটি নিয়ন্ত্রণহীন স্কুജটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। আর তখনই ছিটকে পড়ে রক্তাক্ত হন ব্যক্তিটি। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে দেখা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্কুটি চালকের। এরপরের পথ দুর্ঘটনাটি ঘটে কেএলসি থানা এলাকায়। বামনঘাটা থেকে ভাঙড়ের দিকে যাচ্ছিল একটি মোটরবাইক।🐬 অত্যন্ত দ্রুতগতিতে ছিল মোটরবাইকটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। রক্তে ভেসে যায় রাজপথ। ওই চালককে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।