শুক্রবার সকালে শহরের ঘুম ভেঙেছিল মর্মান্তিক পথ দুর্ঘটনার খবরে। বেহালার বড়িশায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল ছোট্ট স্কুল পড়ুয়ার। বাবার সঙ্গে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে বেহালা। কিন্তু তারপরও কি সচেতন হল চালকরা? উঠছে প্রশ্ন। কারণ তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তিলোত্তমার বুকে আবার একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। ঘটনাস্থল দ্বিতীয় হুগলি সেত♉ু। স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন এক যুবতী। কিন্তু লরির ধাক্কায় আর বাড়ি ফেরা হল না। মৃত্যু হল তাঁর।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, তখন শুক্রবার বেশি রাত হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। এবারও বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। বেশি রাতে দ্বিতীয় হুগলি সেতুতে পথ দুর্ঘটনা ঘটল। আর তাতেই প্রাণ কেড়ে নিল শহরের এক পাঁচতারা হোটেল কর্মী যুবতীর। এই ঘটনা নিয়ে এখন শো🐲রগোল পড়ে গিয়েছে। সকালের মর্মান্তিক পথ দুর্ঘটনার পরও এমন ঘটনা ঘটল!ಞ যুবতীর স্কুটিতে ধাক্কা মারে বেপরোয়া লরি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এমন ঘটেছে বলে খবর।
তারপর ঠিক কী ঘটল? মৃত যুবতীর নাম সুনন্দা দাস। তিনি হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা। প্রত্যেকদিনের মতো গতকালও রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবতী। ধর্মতলা অঞ্চলের এক পাঁচতারা হোটেলের পারচেজ ম্যানেজার পদে কাজ করতেন যুবতী সুনন্দা দাস। সেখান থেকে বেরিয়ে এক সহকর্মীকে প্রথমে তিনি আলিপুরে নামিয়ে দেন। তারপর হাওড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন সুনন্দা। তখনই তাঁর স্কুটিতে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া লরি। তার জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ছটফট করে মারা যান সুনন্দা দ🦄াস।
আরও পড়ুন: রাজভব𝓡নের অ্যান্𓄧টি কোরাপশন সেলে জমা পড়ল অভিযোগ, সুপ্রিম কোর্টে রাজ্য
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, রাত তখন ১১টা বেজে গিয়েছিল। আর ওই সময়ে খিদিরপুরের দিক থেকে স্কুটিতে করে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিলেন ওই যুবতী। তখন পিছন দিক থেকে একটি বেপরোয়া লরি যুবতীর স্কুটিতে ধাক্কা মারে। তার জেরে ওই যুবতীর শরীরের একটা অংশ পিষে যায়। তড়িঘড়ি ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা। আর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এসএসকে♎এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবতী সুনন্দাকে। সেখানেই ওই হোটেল কর্মী যুবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হেস্টিংস থানা ঘাতক লরিটিকে আটক করেছে। তবে চালক পলাতক।🎉 একই দিনে পরপর এমন পথ দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।