আবার বিস্ফোরক সঞ্জয় রায়। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়। তার বিচারপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর তারপরই একের পর এক বিস্ফোরক মন্ত🅠ব্য শুরু করেছে সঞ্জয়। এবার তার দাবি, আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল।
সোমবার আদালতে নিয়ে আসা হয়েছিল সঞ্জয়কে। আর আদালত থেকে বের হওয়ার সময় ফের চিৎকার করতে শুরু করে সঞ্জয়। গাড়িতে তোলার সময় চিৎকার সঞ্জয়ের। ' আমাকে বলত💖ে দিচ্ছে না। আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড়় বড় অফিসাররা ফাঁসিয়েছে। …ওদের জিজ্ঞাসা করুন, ওরা সব জানে….'
এখানেই শেষ নয়। 🐠এমনকী ঘটনার সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। সেই বিনীত গোয়েলের নাম করেও চিৎকার শুরু করে দেন সঞ্জয়। সঞ্জয় রায় বলতে থাকেন বিনীত গোয়েল ডিসি স্পেশাল আমায় ফাঁসিয়েছে। আমি নাম বলে দিচ্ছি। ওরা সাজিশ করে আমায় ফাঁসিয়েছে। ওরা জানে কেন ফাঁসিয়েছে।
এদিকে এর আগেও যখন সঞ্জয়কে নিয়ে আসা হয়েছিল আদালতে তখনও সে চিৎকার করছিল প্রিজন ভ্যানের জানালা দিয়ে। সেদ🎐িনও সে নিজেকে নির্দোষ বলে প্রমাণিত করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল। এবার একেবারে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনারের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তুলে দিলেন।
ঘটনার রাতে সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল সঞ্জয়কে। নানা তথ্য প্রমাণের ভিত্তিতে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এরপর সিবিআই তদন্তভার নেওয়ার পরে সঞ্জয়কে তারা হেফাজতে নেয়। আর সেই 🦋সঞ্জয়ই এবার মুখ খুলতে শুরু করেছে।
এর আগে সঞ্জয় কী বলেছিল?
‘আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। আꦿমায় নীচ𝓰ে নামিয়ে দিল। আমার কথা শুনছে না। পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। এমনকী ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে…আমি পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।’ এমনই বলতে শোনা গিয়েছিল সঞ্জয়কে।
এবার আবার একেবারে পুলিশের শীর্ষ কর্তার উপর ফাঁসানো꧃র অভিযোগ তুলে দিল সঞ্জয়।
এদিকে ইতিমধ্য়েই সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর।এবার সঞ্জয় রায় শেষ পর্যন📖্ত একেবারে তৎকালীন পুলিশ কমিশনার বি🐷নীত গোয়েলের নাম উল্লেখ করেন। এমনকী তিনি যে নাম বলছেন এটাও তিনি উল্লেখ করে দেন। আসলে গতদিন তিনি বলছিলেন পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আর এদিন একেবারে নাম বললেন। তবে কি পুরো তদন্তকে, বিচার প্রক্রিয়াকে গুলিয়ে দিতে চাইছে সঞ্জয়?