বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Duare Sarkar: সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত বৃত্তি ‘দুয়ারে সরকার’ শিবির থেকেই
সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত বৃত্তি পাওয়া যাবে ‘দুয়ারে সরকার’ শিবির থেকেই। পুনর্নবীকরণের বিষয়টিও এই ‘দুয়ারে সরকার’ শিবির থেকে পাওয়া যাবে। রাজ্য꧒ের সংখ্যালঘু দফতরের তরফে নির্দেশিꦆকায় এই কথা জানানো হয়েছে।
তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার আগে ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে একাধিক সরকারি সুবিধা প্রদানের প্রক্রিয়া শুরু হয়। ক🔯্ষমতায় আসার পর এই ‘দুয়া🔴রে সরকার’ শিবির করা হয়েছিল। দফায় দফায় এই শিবির করা হয়। রাজ্যে যখন ল💛ক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়, তখন এই দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেই এই প্রকল্পে নাম নথিভুক্তের জন্য আবেদন করা হয়। এবার সংখ্যালঘুদের নতুন করে বৃত্তি প্রদানের বিষয়টিও হবে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেই।