বাসে উঠে মহিলা যাত্রীর সঙ্গে অসভ্যতা করার অভিযোগ উঠল পুরুষ যাত্রীর বিরুদ্ধে। তখন ওই মহিলা যাত্রী পুলিশে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার জেরেই পুলিশ কিয়স্কে চড়াও হয়ে তুমুল ভাঙচুর করার অভিযোগ উঠল অভিযুক্ত ব্যক্তির পরিচিতদের বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে শিয়ালদা ট্রাফিক গার্ডের কিয়স্▨কে। আর আজ, মঙ্গলবার একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল। পুলিশের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
এদিকে পুলিশের সামনেই শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। চলন্ত বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অসভ্যতা করার অভিযোগে ওই শিয়ালদা ট্রাফিক গার🧸্ডের কিয়স্কে বসানো হয় অভিযুক্ত ব্যক্তিকে। তখন ওই অভিযুক্ত ব্যক্তি মোবাইলে ফোন থেকে খবর দিয়ে দেয় পরিচিতদের। 🍰সেই খবর পেয়ে সেখানে হাজির হন অভিযুক্তের পরিচিতরা। তাদের মধ্যে থেকে একজন হঠাৎ বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়। তখন আশেপাশের ট্রাফিক সার্জেন্টরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বেতন চাইতে এসে কেঁদে ভাসালেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী, চেয়ারম্যান ঘেরাও
অন্যদিকে গতকাল সোমবার রাতে বাগুইআটি থেকে ওই বাসটি শিয়ালদার দিকে যাচ্ছিল। বাসে তখন ছিলেন অভিযোগকারী তরুণী ও তাঁর মা। খান্না স্টপেজ থেকে সেই বাসে ওঠে এক ব্যক্তি। অভিযোগ, বাসে ওঠার পর থেকেই সে ওই তরুণীর সঙ্গে অসভ্যতা করতে শুরু করে। এই নিয়ে শুরু হয় দুই যাত্রীর মধ্যে তুমুল ঝামেলা। তখনই খবর যায় পুলিশের কাছে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তা দেখতে পেয়ে শিয়ালদা ট্রাফিক গার্ডকে জানায়। তখনই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে পুলিশ গার্ডের কিয়স্কে বসানো হয়। ওই মুহূর্তেই আটক ব্যক্🌞তি ফোনে পরিচিতদের ডাকে।
এছাড়া ওই পরিচিত ব্যক্তিরা এসে পুলিশের সামনেই কিয়স্ক ভাঙচুর করা হয় বলে ওঠে অভিযোগ। এই ঘটনায় আজ মঙ্গলবার মুচিপাড়া থানা এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে বারবার পুলিশের উপর আক্রমণ নেমে এল বলে অভিযোগ। সেপ্টেম্বর মাসে তপসিয়া এলাকায় নাকা চেকিংয়ের সময় এক পুলিশ সার্জেন্টকে বেধড়ক মারধর করা হয়। 💞দু’দিন আগে রিজেন্ট পার্কে ট্রাফিক পুলিশꦍের উপর আক্রমণ করা হয়। আর এবার শিয়ালদা ট্রাফিক গার্ডের কিয়স্কে হামলা চালানো হল।