কলকাতা থেকে কাঁথি ইদানিং বার বারই বিক্ষোভের মুখে পড়ছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাড়ির কাছে কাঁথিতেও তাঁকে ঘিরে সম্প্রতি গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আর বিক্ষোভের মুখে পড়ে কোথাও মেজাজ হারাচ্ছেন তিনি। কোথাও আবার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন। তবে সামগ্রিক পরিস্থিতিতে এবার শুভেনꦜ্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। সূত্রের খবর এমনটাই।
কলকাতা থেকেꦐ কাঁথি ইদানিং বার বারই বিক্ষোভের মুখে পড়ছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাড়ির কাছে কাঁথিতেও তাঁকে ঘিরে সম্প্রতি গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আর বিক্ষোভের মুখে পড়ে কোথাও মেজাজ হারাচ্ছেন তিনি। কোথাও আবার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছ𝓡েন। তবে সামগ্রিক পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। সূত্রের খবর এমনটাই।
|#+|
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কেন্দ্রের জেড ক্য়াটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। সেক্ষেত্রে তাঁর কনভয়ে চারটি গাড়ি থাকে﷽। তবে এবার আরও দুটি গাড়ি যুক্ত হচ্ছে তাঁর কনভয়ে। সব মিলিয়ে ম💝োট ৬টি গাড়ি থাকবে তাঁর কনভয়ে। এর সঙ্গেই আরও ৬জন কেন্দ্রীয় জওয়ান তাঁর নিরাপত্তায় থাকবেন। সূত্রের খবর, শনিবার থেকেই তাঁর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে রাজ্য়ের শাসকদলের বিরুদ্ধে বার বারই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। পালটা জেলায় জেলায় তাঁর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শাসকদলের নেতৃত্ব। সব মিলিয়ে শুভেন্দুর প্রতি স্বাভাবিক♎ভাবেই জেলায় জেলায় ক্ষোভ ক্রমশ বাড়ছে। অন্যদিকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে যে সমস্ত নেতৃত্ব এখনও পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলেন তার মধ্যে শুভেন্দু অধিকারী অন্য়তম। সেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্র।