ট্র্যাফিক ব্লকের কারণে শনিবার এবং রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। শুক্রবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নৈহাটি ও নৈহাটি লিঙ্ক কেবিনের মধ্যে ডাউন ব্যান্ডেল লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেইসঙ্গে মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যে ডাউন লাইনে ১০টি ব্রিজের কাজ চলবে। সেজন্য আগামী শনিবার (৯ মার্চ) এবং রবিবার (১০ মার্চ) মোট ছ'টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই দু'দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে, সেই তালিকা দেখে নিন। ১০ মার্চ আবার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা আছে। সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কলকাতা ডার্বি (ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট) আছে স𝓰েদিন।
৯ মার্চ (শনিবার) কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) নৈহাটি থেকে বাতিল ট্রেন: ৩৭৫৫৭।
২) ব্যান্ডেল থেকে বাতিল ট্রেন: ৩৭৫৫৮।
৩) শিয়ালদা থেকে বাতিল ট্রেন: ৩৩৮৬১।
৪) বনগাঁ থেকে বাতিল ট্রেন: ৩৩৮৬০।
১০ মার্চ (রবিবার) কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) শিয়ালদা থেকে বাতিল ট্রেন: ৩৩৮১৩।
২) বনগাঁ থেকে বাতিল ট্রেন: ৩৩৮১২।
তবে পরের সপ্তাহে শিয়ালদা ডিভিশনে প্রচুর লোকাল ট্রেন বাতিল থাকতে পারে। এ♊খনও সরকারিভাবে কিছু জানানো না হলেও পূর্ব রেলের শিয়ালদা 𒊎ডিভিশন সূত্রে খবর, মার্চের শুরুতেই দমদমে যে কাজ হওয়ার কথা ছিল, তা পিছিয়ে গিয়ে সম্ভবত আগামী ১৬ মার্চ হতে চলেছে। তার ফলে ওইদিন শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকতে পারে। মার্চের শুরুতে যখন ওই কাজের পরিকল্পনা করা হয়েছিল, তখন শিয়ালদা ডিভিশনে শয়ে-শয়ে লোকাল ট্রেন বাতিল ছিল।
হাওড়া ডিভিশনে বাতিল ট্রেন
হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ধনেখালি হল্ট এবং শিবাইচণ্ডী স্টেশনে ব্রিজের কাজের জন্য ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেজন্য রবিবার চারটি লোকাল ট্রেন বাতিল ♛করে দিয়েছে পূর্ব রেল। হাওড়া থেকে বাতিল ৩৬৮১১ লোকাল এবং ৩৬০৭১ লোকাল। বর্ধমান থেকে ৩৬৮১২ লোকাল ট্রেন বাতিল থাকবে। গুড়াপ থেকে বাতিল থাকবে ৩৬০৭২ লোকাল ট্রেন।