সন্দেশখালিতে তৃণমূলি মাফিয়া শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারকে যখন সাজানো ঘটনা প্রমাণে মরিয়া দলীয় নেতৃত্ব তখন চাঞ্চল্যকর তথ্য এল সিবিআই সূত্রে। সিবিআই সূত্রে জানা🍨 গিয়েছে, সরবেড়িয়ার টোটোচালক আবুল তালেব মোল্লার বাড়িতে যে ওই অস্ত্র, বিস্ফোরক ও নথি লুকিয়ে রাখা আছে, তার খবর গোয়েন্দাদের দিয়েছেন শাহজাহানের ভাই আলমগির মোল্লা। সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারির পর আপাতত বসিরহাট জেলে বন্দি শাহজাহানের ছোট ভাই𓃲 আলমগির। সূত্রের খবর, রাজসাক্ষী হতে চান তিনি।
আরও পড়ুন: শা🎉হজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন
পড়তে থাকুন: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি😼 সংগঠন বলে ঘোষণা ক🙈রতে হবে'
রাজসাক্ষী হতে চান আলমগির
শুক্রবার সরবেড়িয়ায় সিꦡবিআই তল্লাশির নেপথ্যে উঠে এসেছে শাহজাহানের পরিবারের চাঞ্চল্যকর সমীকরণ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শাহজহানের ছোট ভাই দাদার প্রভাব ব্যবহার করলেও নিজের সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু কোনও ভাবেই বড় ২ দাদা শেখ শাহজাহান ও শেখ সিরজাকে ছাপিয়ে যেতে পারছিলেন না তিনি। গত ৫ জানুয়ারির ঘটনার পরও আলমগির ছিলেন শাহজাহানের বাড়ির পাশেই নিজের বাড়িতে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের অস্ত্র ও নথি যে আবু তালেব মোল্লার বাড়ির মেঝের তলায় রাখা আ🅰ছে তা সিবিআইকে জনিয়েছিলেন তিনিই। সেই সূত্রের ভিত্তিতেই শুক্রবার সরবেড়িয়ার আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই।
সিবিআই সূত্😼রে জানা গ🐼িয়েছে, রাজসাক্ষী হয়ে মুক্তি পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে চান আলমগির মোল্লা। দেখাশোনা করতে চান পারিবারিক সম্পত্তি।
আলমগিরের দেওয়া সূত্রেই উদ্ধার অস্ত্র
যদিও শুক্রবার বিকেল থেকেই সন্দেশখালিতে সিবিআই অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনাকে সাজানো বলে দাবি করতে থাকেন তৃণমূলের একের পর এক নেতা। তাদের দাবি, ভোটের মধ্যে জনমতকে প্রভাবিত করতে সিবিআই নিজেরাই অস্ত্র ও শাহজাহানের নথি রেখে উদ্ধার করার অভিনয় করছে। এব্যাপারে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছে তৃণমূল। চিঠিত♏ে তারা প্রশ্ন তুলেছে, কেন রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে তল্লাশিতে গিয়েছে সিবিআই?
আরও পড়ুন: শাহ🌳জাহানের ডেরায় সিবিআই তল্লাশ🌼িতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল
শুক্রবার অস্ত্র উদ্ধারের পর শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন প্রয়োগ এখন শুধু সময়ের অপেক্ষা। তার ওপর ভাই রাজসাক্ষী হয়ে গেলে শাহজাহান ও তা🧸র অন্য শাগরেদদের বিপদ আরও বাড়বে বলেই মনে করছেন আইনজ্ঞরা।