প্রাকৃতিক বিপর্যয়। আর তার জেরে একের পর এক মৃত্যুর খবর আসতেই থাকছে। অমরনাথে মেঘ–ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে ২৫টি পুণ্যার্থী শিবির। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। আর তার মধ্যে বাংলারও অনেকে আটকে♋ রয়েছেন। আবার অনেকে অমরনাথের বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন। অনেককে আবার খুঁজেও পাওয়া যাচ্ছ🐈ে না। এই উদ্বেগজনক পরিস্থিতিতে কন্ট্রোল রুম খুলল নবান্ন। শোকপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী পরিস্থিতি অমরনাথে? স্থানীয় সূত্রে খবর, অমরনাথে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে বলে জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এখনও অন্তত ৪০ জন নিখোঁজ বলে সূত্রের খবর। সুতরাং মৃতের সংখ্যা বাড়ার আশঙ্𒁃কা রয়েছে। এখনও পর্যন্ত ছ’টি দল নামিয়েছে ভারতীয় সেনা। নামানো হয়েছে বায়ুসেনার হে𓆏লিকপ্টার। উদ্ধার করা তীর্থযাত্রীদের আনা হয়েছে পঞ্চতরণীর বেসক্যাম্পে।
ঠিক কী টুইট করেছেন মুখ্যমন্ত্রী? আজ শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই অমরনাথ বিপর্যয়ে আমি বিস্মিত এবং হতবাক। যাঁদের পরিবꦰারে এই বিপর্যয় নেমে এসেছে তাঁদের প্রতি সমবেদনা রইল। যাঁরা আটকে পড়েছেন তাঁদের সহযোগিতা করা হচ্ছে। সবরকমভাবে রাজ্য সরকার পাশে রয়েছে। নবান্নে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার নম্বর ০৩৩–২২১৪৩৫২৬। যে পরিবারের লোকজন অমরনাথ গিয়েছেন, যাঁদের𝓡 সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছেন না, তাঁদের কী অবস্থা, ইত্যাদি জানানো হবে কন্ট্রোল রুম থেকে।’