বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলিতেও রাজনৈতিক তরজা অব্যাহত ছিল। বিজেপির রাজ্য নেতা তো বটেই এমনকী জাতীয় স্তরের নেতারা কলকাতার পꦛুজো মণ্ডপে এসে ‘অসুর’, ‘অশুভ শক্তি’ শব্দ ব্যবহার করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্য সরকারকে আক্রমণ করেছেন। বিশেষ🧔 করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের আয়োজিত সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দিরের আদলে তৈরি পুজোকে ঘিরে দর্শনার্থীদের যে ভিড় দেখা গিয়েছে তা নিয়ে তিনি রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন। তা নিয়ে এবার শুভেন্দুকে পালটা জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন: 'বাংলা এবার সঠিক পথে,' ভাসানে রামের নামে নাচ! ভি♔ডিয়ো দেখিয়ে উল্লসিত শুভেন্দু
শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শনার্থীদের ভিড়ের একটি ভিডিয়ো শেয়ার করে তৃণমূলকে ‘তোলামূলী’ বলে কটাক্ষ করেন। এরপর তিনি দাবি করেন, 𒊎এই ভিড় উত্তরপ্রদেশ কিংবা বিহারের নয়, এটা পশ্চিমবঙ্গের। গোটা রাজ্যে শোভাযাত্রার সময় এমন দৃশ্য দেখা গিয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। তিনি লেখেন, ‘বাংলা ঠিক রাস্তাতেই রয়েছে।’ তার কয়েক ঘণ্টা পরে শুভেন্দু অধিকারীকে পালটা জবাব দেন কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, এটা বাংলারই দৃশ্য। কারণ এখানে মানুষের বাকস্বাধীনতা রয়েছে। প্রত্যে✅কটা মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। কিন্তু এই স্বাধীনতা বিজেপির রাজ্যগুলিতে নেই। তিনি জানান, তৃণমূল রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্য উৎসবে সাম্প্রদায়িকতার রং চড়ায় না।