বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যౠপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে দিতে হবে। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ꧋একই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গেও দেখা করতে দিতে হবে রাজ্যপালকে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন - প্রাথমিক দুর্নীতির ৩০ কোটি টাকা ঢুকেছে প্রভাবশাল𒊎ীর কোম্পানিতে, আদালতকে জানাল CBI
পড়তে থাকুন - ‘সন্দেশখালির কালি মুছতে….’ ছব༺ি পোস্ট করে তৃণমূলকে পালটা আক্রমণ মালব্যর
বৃহস্পতিবার বিকেলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারা জারি রয়েছে, এই কারণ দেখিয়ে শুভেন্দুকে ৬টি ব্যারিকেড করে আটকায় পুলিশ। শুক্রবার পুলিশের বিরু🦹দ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দুবাবু। বিচারপতি অমৃতা সিনহা শুভেন্দুবাবুর আইনজীবীর সওয়াল শুনে বলেন, শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবেন। সেজন্য রাজ্যপালের কাছে ফের আবেদন করতে হবে তাঁকে। রাজ্যপাল আবেদন গ্রহণ করলে নির্দিষ্ট সময় দেখা করতে পারবেন তিনি। সঙ্গে দেখা করতে পারবেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। তবে কতগুলি গাড়ি নিয়ে তাঁরা রাজভবনে যাবেন তা আগে থেকে পুলিশকে জানাতে হবে।
বিচ🎃ারপতি প্রশ্ন করেন, রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে? তাহলে উনি অনুমতি দেওয়া সত্বেও কেন শুভেন্দু অধিকারীসহ অন্যান্যদের তাঁর সঙ্গে দেখা করඣতে দেওয়া হল না?
তখন শুভেন্দুবাবুর আইনজীবী বলেন, কেউ গাড়িতে যাবে না। সবাই হেঁ♛টে রাজভবনে যাবে। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, রাজভবন নিপাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর জায়গা। ফলে সেখানে যারা ঢুকছেন তাদের শনাক্ত করতে হবে শুভেন্দুবাবুকে। তখন বিচারপতি বলেন, শনাক্তকরণে আপত্তি নেই। কিন্তু তাদের নাম কোথাও নথিভুক্ত করা যাবে না। তাহলে তাদের ফের হেনস্থার মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন - ফ্যাসিবাদের চরম, রাজভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন শুভেন্দু, স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপ𓆏ালের
আদালতের রায় নিয়ে বিজেপ💦ি বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘পুলিশ তো মমতার বাড়িতে বাসন মাজে। কালীঘাট থেকে যা বলেছে ওরা তাই করেছে। কিন্তু ওদের মনে রাখা উচিত দেশে আইন বলে একটা জিনিস রয়েছে। আর এর ফল ওদের একদিন ভুগতেই হবে।’