বিজেপি ফেরার মরিয়া চেষ্টার মধ্যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী সোনালী গুহ। এদিন তিনি বলেন, এত বড় দুর্নীতি হচ্ছে, মাথাটা কে🍸? দাবি করেন, অনেক ভুয়ো প্রতিজ্ঞা আমি ওকে করতে শুনেছি।
এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাম না করে অভিষেককে আক্রমণ করেন সোনালী বলেন, ‘এত বড় দুর্নীতি হচ্ছে, মাথাটা কে? অনেকে বলেন, আমি শহিদ মিনার মঞ্চে দাঁড়িয়ে বলছি আমার যদি ১ শতাংশ দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। উনি তো বলেছিলেন, সৌমিত্র খাঁ যদি বিজেপি থেকে জেতে তাহলে রাজনীতি ছেড়ে দেব। এরকম অনেক ভুয়ো প্রতিজ্ঞা আমি ওনাকে করতে শুনেছি♊’।
এদিন সোনালী গুহ দাবি করেন, যারা তৃণমূল ছেড়েছেন তাদের মধ্যে যাদের টাকা রয়েছে তাদেরই বেছে বেছে দ🍬লে ফেরানো হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ২ বছর অতিক্রান্ত হয়ে গেল। আমার পরে মুকুল 𒉰রায়, অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত একে একে তৃণমূলে ফিরলেন। তার মানে যাদের টাকা আছে শুধু তাদেরই নেওয়া হবে।’
বলে রাখি, বিধানসভা নির্⛄বাচনের আগে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সো𓄧নালী গুহ বিধানসভা নির্বাচনের পর প্রায় ২ বছরের অজ্ঞাতবাসের পর গত সপ্তাহে হঠাৎ রাজনৈতিক বৃত্তে সক্রিয় হতে দেখা যা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শনিবার হাজরা মোড়ে DA আন্দোলনকারীদের অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় তাঁকে। সোনালী গুহ জানান, তিনি বিজেপিতেই আছেন। বিজেপি তাঁকে দায়িত্ব দিলে তিনি পালন করবেন। এরই মধ্যে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, কংগ্রেসে যোগদান করবেন বলে কথা পাকা করে ফেলেছিলেন সোনালী দেবী। কিন্তু অধীর চৌধুরী কলকাতায় না থাকায় আনুষ্ঠানিক যোগদান বাকি ছিল। তারই মধ্যে বিজেপিতে যোগদান করে কংগ্রেসের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।