নিয়োগ দুর্নীতির সরাসরি সুবিধাভোগী মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক। বুধবার শৌভিকের আবেদনের বিরোধিতা করে আদালতে এমনই দাবি করল ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে স্কুল ও ক্লাবের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা পাচার করেছেন শৌভিক।বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল শৌভিকের জামিনের মামলার শুনানি। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, শৌভিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির প্রত্যক্ষ সুবিধাভোগী। তাঁর অ্যাকাউন্টের মাধ্যমে ২ কোটি ৪৭ লক্ষ টাকা পাচার করা হয়েছে। স্কুল ও ক্লাবের নামে এই টাকা পাচার হয়েছে। ঠিক যে ভাবে স্ত্রীর নামে স্কুল খুলে টাকা পাচার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।এর পর ইডিকে বিচারপতি ঘোষ প্রশ্ন করেন, এই সম্পত্তি বাজেয়াপ্ত করতে আপনাদের প্রয়োজনীয় নথি জোগাড়ে কত সময় লাগবে? এই প্রশ্নের জবাব যদিও দিতে পারেননি ইডির আইনজীবী। বৃহস্পতিবার ফের মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।বলে রাখি, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি তথা নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্য। ২টি নামি ক্লাবের মাধ্যমে তিনি কালো টাকা সাদা করেছিলেন বলে আগেই জানিয়েছিল ইডি।