পরিবারে হৃদরোগের ইতিহাস আছে। কিন্তু দীর্ঘꦜদিন সেভাবে নিয়মিত শারীরিক পরীক্ষা করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বছর ১৮ আগে শেষবার শরীরের খুঁটিনাটি পরীক্ষা করিয়েছিলেন বলে সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। চিকিৎসকদের মতে, তার জেরে হৃদরোগে আক্রান্ত হওয়ার সংকেত আগে হয়ত বুঝতে পারেননি সৌরভ।
গত শনিবার মুদৃ হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ হয়। তার মধ্যে সেদিনই অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্ট। কিন্তু মাত্র ৪৮ বছরেই কীভাবে একজন প্রাক্তন🅺 আন্তর্জাতিক খেলোয়াড় হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সৌরভকে হাসপাতালে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ ভাবতেই পারছেন না যে ওইটুকু বাচ্চা ছেলের এরকম একটা সমস🐲্যা হতে পারে।’
আরও পড়ুন : বোঝা যাচ্ছে না সংকেত, নি🌠ঃশব্দে বিপদ বাড়াচ্ছে ‘সাইলেন্ট’ হৃদরোগ
একাংশের মতে, সৌরভের পরিবারে হৃদরোগের ইতিহাস আছে। এ♕কাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়। কম বয়সেই হয়েছিল বাইপাস সার্জারি। চিকিৎসকদের মতে, সেই কারণে সৌরভের হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি ছিল। তাই ৪০-এর ঘরে পৌঁছানোর পর সৌরভের আরও সতর🥃্ক হওয়া উচিত ছিল। তাহলে হৃদরোগের আগাম সংকেত মিলত। বিশেষত ‘মায়োকার্ডিয়াল ইনফার্কশন’ বা 'নিঃশব্দ' হৃদরোগের ক্ষেত্রে উপসর্গ অত্যন্ত কম হয়। সেগুলি শারীরিক পরীক্ষা ছাড়া বুঝতে পারার সম্ভাবনাও কম।