পুজোর সময় শহরের রাস্তায় ভিড় বাড়বে দর্শনার্থীদের। সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। শুধু যানজট নিয়ন্ত্রণই নয়, বেপরোয়া বাইক রুখতেও তৎপর হয়েছে পুলিশ। পুজোর সময় শহরে বেপরোয়া বাইক রুখতে আ🅷জ মঙ্গলবার থেকে শহরের রাস্তায় নামতে চলেছে ট্রাফিক পুলিশে🍌র বিশেষ দল।
আরও পড়ুন: শহরে দু♔র্ঘটনায় রাশ টানতে ꦑচালক এবং কনডাক্টরদের প্রশিক্ষণ দেবে ট্রাফিক পুলিশ
লালবাজার সূত্রের খবর, ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকদের নিয়ে ১৬টি দল গঠিত হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে আইন ভঙ্গকারীদের আটকাবে এই দল। মূলত শহরের যে জায়গাগুলিতে বড় পুজো হচ্ছে সেই সংলগ্ন রাস্তাগুলিতেই ভিড় থাকে। অথচ অন্যান্য রাস্তা গুলিতে সেই রকমভাবে ভিড় থাকে না। সꦐেই সুযোগকে কাজে লাগিয়ে বেপরোয়াভাবে ঘুরে বেড়ায় বাইক আরোহীরা। মূলত সেই সমস্ত রাস্তার দিকে নজর রাখবে কলকাতা ট্রাফিক পুলিশের এই বিশেষ দল। সেক্ষেত্রে ট্রাফিক আইন ভঙ্গ করলে বাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। যে সব জায়গায় পুজো কম হয় বিশেষ করে ই এম বাইপাস, প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর ও পার্ক সার্কাসের মতো বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি অনেকটাই শিথিল হয়ে যায়। আর তারই সুযোগ নেন মোটরবাইকচালকদের একাংশ। সে সমস্ত এলাকাগুলিকে নজরদারি চালাবে এই বিশেষ দল।
ট্রাফিক পুলিশদের আধিকা💝রিক এবং এসিদের নিয়ে গতকাল লালবাজারে বৈঠক হয়েছে। সেই বৈঠকে বেপরোয়া মোটরবাইক এবং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কাটা রুটে বেসরকারি বাস চালানোর জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে লালবাজার। এর পাশাপাশি চিৎপুর উড়ালপুল লকগেট দিয়ে সপ্তমী থেকে দশমী পর্যন্ত ২৪ ঘণ্টা উত্তরমুখী যান চলাচল করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।