এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে গেলেন ইডির আধিকারিকরা। মূলত কুন্তলের কাছ থেকে এখনও একাধিক প্রশ🅺্নের উত্তর পাননি তদন্তকারী আধিকারিকরা। সেই প্রশ্নগুলিই এবার জেলে বসে কুন্তলের কাছ থেকে জানতে চাইবেন তদন্তকারীরা। এমনটাই সূত্রের খবর।
কুন্তল ঘোষ। হুগলি তৃণমূলের যুব নেতা। এসএসসি নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তার। গত ২১ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে প্রাথমিকভাবে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ মানতে চাননি কুন্তল। নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি। তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির য💛োগ রয়েছেও বলেও তিনি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন। এবার সেই কুন্তলকেই জেলে গিয়ে জেরা করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
এদিকে এর আগে কুন্তল ঘোষকে জেলা করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ𝓡্যায়ের নাম উঠে এসেছিল বলে খবর। এদিকে গোপাল দলপতি কিছুদিন আগেই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন, তিনি কুন্তল ঘোষের কাছে কালীঘাটের কাকুর কথা শুনতেন। তাকে পেমেন্ট দিতে হবে বলে বার বার বলত কুন্তল। কিন্তু কে সে কালীঘাটের কাকু তা নাকি তারা জানতেন না। তবে কি এবার সেই কালীঘাটের কাকুর রহস্যভেদও করতে চাইছে ইডি?
অন্যদিকে কুন্তল ঘোষের বাড়ি থেকে একাধিক ওএমআর শিট বাজেয়াপ্ত করেছিল ইডি।এদিকে জেরার মুখে কুন্তল জানিয়েছিলেন আরটিআই কর💟ে তিনি ওই ওএমআর শিট পেয়েছিলেন♊। কিন্তু কেন তিনি আরটিআই করেছিলেন তার কোনও সদুত্তর তিনি দিতে পারেননি।
এদিকে এর আগে কুন্তল ও গোপাল দলপতিকে মুখোমুখি বসিয়েও জেরা করেছিলেন তদন্তকারীরা। তখন গোপাল ও কুন্তল কথাকাটাকাটিতে জড়িয়ে পড♉়েছিলেন বলে খবর। তবে এবার নিয়োগ দুর্নীতিতে যে বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছিল বলে অভিযোগ সেই টাকা মূল উৎসে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, একটি নির্দিষ্ট ডায়েরির খোঁজও করছেন তদন্তকারী। পাশাপাশি কোন কোন প্রভাবশালীর কাছে চাকরি চুরির টাকা যেত সেটাও নিশ্𓂃চিত করার চেষ্টা করা হচ্ছে। তবে ইডির জেরার মুখে পড়ে শেষ পর্যন্ত কুন্তল আর কার নাম বলেন সেটাই এখন দেখার। শাসকদলের আর কারা এই চক্রের সঙ্গে যুক্ত সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এমনকী মানিক ভট্টাচার্যের কাছেও কুন্তল ঘোষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা যেত বলে জেরায় আগেই জানা গিয়েছে বলে খবর।