আদালতের নির্দেশে ১৮৩ জনের পর মঙ্গলবার আরও ৪০ জন শিক্ষকপদে অবৈধভাবে নিযুক্ত ব্যক্তির নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার আদালতে আরও ৪০টি অবৈধ নিয়োগের কথা স্বীকার করে নিয়েছিল স্কুল সার্ভিস কমিশ🔯ন। এর পর আজকের মধ্যে সেই নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আদালতের নির্দেশে গত ১ ডিসেম্বর কার্যত বাধ্য হয়ে নবম - দশমে শিক্ষকপদ𒀰ে অবৈধভাবে নিযুক্ত ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার আদালতে আরও ৪০ জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলে মেনে নেয় তারা। এর পর আজকের মধ্যে তাদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি।
মঙ্গলবার বিকেলে প্রকাশিত তালিকার সারণির সঙ্গে ১ ডিসেম্বরের তালিকার সারণির বিস্তর ফারাক রয়েছে। আগে প্রকাশিত তালিকার সারণি থেকে বাদ গিয়েছে অ্যাপলিকেশন নম্বর ও জাতিগত সংরক্ষণের সারণি। মঙ্গলবার প্রকাশিত তালিকায় শুধু♚মাত্র প্রার্থীদের নাম, রোল নম্বর ও বিষয় উল্লেখ করেছে কমিশন। সঙ্গে প্রকাশ করা হয়েছে তাদের ওএমআর শিটের স্ক্যানড প্রতিলিপি।
তাতে দেখা যাচ্ছে, ৪০ জনের মধ্যে অন্তত ১০ জন কোনও প্রশ্নের উত্তর না দিয়েই 🧸চাকরি পেয়েছেন। তাদের ধরে মোট ১৭ জন কার্যত সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছ🐭েন।
এদিন আদালতে এসএসসি জানিয়েছে, শূন্য পাওয়া ১০ জন অযোগ্য প্রার্থীর নম্বর বাড়িয়ে করা হয়েছে ৫৩। ১ ও ২ পাওয়া প্রার্থীদের নম্বর বেড🦩়ে হয়েছে ৫১ 🔯ও ৫২। ৯ পাওয়া এক পরীক্ষার্থীর নম্বর বাড়িয়ে করা হয়েছে ৫৯।