SSC নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার নীলাদ্রি দাসকে জেরা করে বিস্ফোরক তথ্য এল সিবিআই সূত্রে। তদন্তকারীরা জানাচ্ছেন, এসএসসি নিয়োগ দুর্নীতিতে অন্🎶তত ৮,১৬৩টি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। আর শান্তিপ্রসাদের নির্দেশে এই কাজ করেছিলেন নীলাꦚদ্রি। এসএসসির ওএমআর শিট পরীক্ষার দায়িত্বে থাকা গাজিয়াবাদের সংস্থা নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রিকে শুক্রবার গ্রেফতার করে সিবিআই। তাঁর সঙ্গে এই কাজে আর কে কে এই কাজে হাত লাগিয়েছিলেন জানতে ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা।
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গাজিয়াবাদে নাইসার দফতরে তল্লাশি চালিয়ে প্রচুর ডিজিটাল ডেট🌠া সংগ্রহ করেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। সেই তথ্য খতিয়ে দেখে গোয়েন্দারা জানাচ্ছেন, SSC-র অধীনে নিয়োগপ্রক্রিয়ায় মোট ৮,১৬৩টি ওএমআর শিট বিকৃত করা হয়েছে। এর মধ্যে গ্রুপ ডি ২,৮২৩টি, গ্রুপ সি ৩,৪৮১টি, একাদশ – দ্বাদশ ৯০৭টি ও বাকিগুলি নবম – দশমের ওএমআর শিট।
গোয়েন্দারা জানাচ্ছেন, শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে মোটা টাকার বিনিময়ে ওএমআর শিট বিকৃত করেছিলেন নীলাদ্রি। তাঁর সঙ্গে এসএসসির কোনও কোনও আধিকারিকের যোগাযোগ ছিল ও তিনি নিজের সংস্থার কোন কোন কর্মীকে এই কাজে লাগিয়েছিলেন জানতে তাঁকে জেরা করছেন গোয়েন্দারা। সিবিআইয়ের✅ অনুমান, নীলাদ্রিকে জেরা করার পর বিকৃত করা ওএমআর শিটের সংখ্যা আরও বাড়তে পরে।
গত বৃহস্পতিবার শান্তিপ্রসাদ সিনহাকে ফের হেফাজতে নিয়েছে সিবিআই। তাঁকেও এব্যাপারে 💎জেরা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। সূত্রের খবর, আসল সংখ্যা বার করতে নীলাদ্রি ও শান্তিপ্রসাদকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। নীলাদ্রির সঙ্গে শান্তিপ্রসাদের যোগাযোগের প্রমাণ ইতিমধ্যে পেয়েছে সিবিআই। সঙ্গে নীলাদ্রির দেওয়া তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।